পৃথিবীর দিকে ধেয়ে আসছে গ্রহানু ,সতর্কতা জারি করল নাসা। সূত্রের খবর অনুযায়ী জানা গেছে পৃথিবীর খুব কাছে এই গ্রহাণুটি আসার সম্ভাবনা রয়েছে। এই গ্রহানুটির নাম রেখেছেন বিজ্ঞানীরা অ্যাস্টেরয়েড ২০২৩ জেডি।
বর্তমানে এই গ্রহানুটি পৃথিবীর দিকে প্রায় ৩৫ হাজার কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে ছুটে আসছে। বেশিরভাগ যে সমস্ত গ্রহানুগুলি পৃথিবীমুখি সেগুলোর ক্ষেত্রে ভূপৃষ্ঠে আছড়ে পড়ার কোন সম্ভাবনা থাকে না কিন্তু এই গ্রহানুটির ক্ষেত্রে তেমন নিয়ম একদমই প্রযোজ্য না।
এর ফলে যদি ৫২ ফুট দৈর্ঘ্যের এই গ্রহ-নুটি যদি পৃথিবীপৃষ্ঠে পড়ে তাহলে কি হতে পারে সেটাই সহজেই বোঝা যায় কারণ এই গ্রহাণুটি পড়ছে বিপদজনক মানদন্ডে। সেই কারণে আলাদা করে নজর রাখছেন বিজ্ঞানীরা।
দা স্কাই ডট অর্গ বলছে, এই গ্রহানুটি প্রথম দেখা যায় ২০২৩ সালের ৭ই মে ।গ্রহাণু অ্যাটেন গোষ্ঠীভুক্ত। তাদের মতে ,এই গ্রহানুটির মতিগতি একদমই ঠিক নয়। পৃথিবীর কাছে এসে সে কি করতে পারে সে ব্যাপারে এখনো ধারনা নেই, যদিও গ্রহণটির বহর দেখে কোন রকমেই চিন্তিত নন বিজ্ঞানীরা ,তবুও কোনরকম ফাঁকা রাখতে চাননা নাসা।