শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
Homeখেলাফুটবলস্থানীয় লিগের ভবিষ্যৎ নিয়ে বাড়ছে শঙ্কা, জানুন বিস্তারিত

স্থানীয় লিগের ভবিষ্যৎ নিয়ে বাড়ছে শঙ্কা, জানুন বিস্তারিত

জাতীয় দলে বাঙালি স্ট্রাইকারদের আধিপত্য ফিরিয়ে আনার চেষ্টাতে মরিয়া সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। তাঁরা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন তাঁরা এবার থেকে বিদেশি ফুটবলার দিয়ে খেলাবেন না। কল্যান চৌবে যিনি ফেডারেশন সভাপতি তিনি বলেন রোভার কাপ বরদলুই ট্রফি আই লিগের দ্বিতীয় ডিভিশনে কোন বিদেশি ফুটবলার খেলানো যাবে না কারণ তাঁরা চান ভারতীয় স্ট্রাইকার তুলে আনতে।

একটা সময় জাতীয় দলে বাঙালি স্ট্রাইকারদেরই আধিপত্য থাকত সে সমস্তটাই এখন অতীত। বর্তমানে আর কেউ নেই, তবে আবারো সেই ছবিটা ফেরাতে চান তাঁরা সেই জন্যই এই উদ্যোগ নেয়া হয়েছে। তবে এ বিষয়ে অবশ্য কেরলের ফুটবল সংস্থা জানিয়ে দিয়েছেন ঘরোয়া লিগে বিদেশি ফুটবলারদের খেলানোতে কোন নিষিদ্ধতার প্রশ্ন নেই বরং তাঁরা মনে করেন বিদেশি ফুটবলার না খেলালে প্রতিযোগিতার আকর্ষণই নষ্ট হয়ে যাবে। এমনকি স্পন্সর ও খুঁজে পাওয়া যাবে না। বিভিন্ন সংস্থার সাথে ইতিমধ্যে তাদের চুক্তি হয়ে গিয়েছে যার ফলে তা থেকে সরে আসাটা প্রায় অসম্ভব। অবশ্য এ নিয়ে মুখ খোলেন সচিব অনির্বাণ দত্ত তিনি বলেন লীগ চালাতে প্রায় দু কোটি টাকা খরচ হয় সেখানে বিদেশী ফুটবলার না থাকলে স্পন্সরদের আকর্ষণ করা যাবে না।

তবে এ বিষয়ে শিশির ঘোষ যিনি অন্যতম বাঙালি সেরা স্ট্রাইকার বলে পরিচিত তিনি নিজের মতামত প্রকাশ করেন, তিনি মনে করেন বাঙালি স্ট্রাইকারদের উন্নতি তখনই হবে যখন তাঁরা বিদেশি ডিফেন্ডারদের বিরুদ্ধে খেলার সুযোগ পাবে। তাই ঘরোয়া লিগে বিদেশীদের থাকা বাঞ্ছনীয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments