মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪
Homeখেলাক্রিকেটকোহলিকে পাল্টা জবাব সৌরভের, কী করলেন দাদা

কোহলিকে পাল্টা জবাব সৌরভের, কী করলেন দাদা

সমস্ত মহলেই বিরাট কোহলি এবং সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে চর্চা বেড়েই চলেছে। শোনা যাচ্ছে তাদের সম্পর্কের মধ্যে তিক্ততা ক্রমশ জটিলতর হচ্ছে। এমনকি রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সঙ্গে দিল্লি ক্যাপিটালস ম্যাচেতেও দেখা গেল এক অন্য ছবি, যেখানে তাঁরা একে অপরের সঙ্গে হাত মেলাননি এবং দুজন দুজনের দিকে অদ্ভুত দৃষ্টিভঙ্গিতে তাকানো সমস্ত কিছুই যেন এক অন্য ইঙ্গিত দিচ্ছে। গত সোমবারও সোশ্যাল মিডিয়ার পাতায় দেখা গেল সেই চিত্র একে অপরকে ইনস্টাগ্রাম থেকেও আনফলো করে দিয়েছেন। একে অপরের প্রতি তিক্ততা বেড়েই চলেছে বলে শোনা যাচ্ছে।

এর সূত্রপাত. বিরাট কোহলি ভারতীয় দলের অধিনায়ক থাকাকালীনই শুরু হয়। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তীব্র মতানৈক্যের খবর সামনে এসেছিল। সৌরভ গঙ্গোপাধ্যায় সেই সময় জানিয়েছিলেন বিরাট কোহলিকে তিনি টি-টোয়েন্টি ম্যাচের নেতৃত্ব পদত্যাগ করতে বারণ করেছিলেন অথচ বিরাটের গলায় শোনা গেছিল অন্য সুর। বিরাট কোহলি জানিয়েছিলেন তাঁকে বোর্ডের পক্ষ থেকে কেউই কোন আপত্তি জানান নেই বরং তিনি যাতে নেতৃত্ব ছাড়েন সে বিষয়ে উৎসাহ দেয়া হয়েছিল। তবে সেই থেকেই এনাদের দুজনকে নিয়ে চর্চা শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়ার পেজে। আরো একবার দিল্লি ব্যাঙ্গালোরের ম্যাচেও সেই ঘটনাই উসকে দিল যেখানে আরসিবির বিরুদ্ধে ১৭৫ রান করতে দিল্লি চাপে পড়ে গিয়েছিল।

অমন হাকিম খান ১০ বলে ১৮ রান করে আউট হয়ে যান এবং সেই ক্যাচটি ধরেন স্বয়ং বিরাট কোহলি। তারপরেই কোহলি দিল্লির ডাগ আউটের দিকে তাকান যেখানে উপস্থিত ছিলেন ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়, বড় অদ্ভুত সে দৃষ্টি। তবে সেই ম্যাচের শেষেও আমরা দেখি যেখানে সৌরভ ও বিরাট কোহলির সঙ্গে হাত মেলান নি বরং বিরাটের পরে দাঁড়িয়ে থাকা ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে থাকেন সৌরভ। এই ছবিগুলিই প্রমাণ দেয় তাঁদের সম্পর্কের মধ্যে ফাটল ধরেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments