শনিবার, অক্টোবর ১২, ২০২৪
Homeপ্রযুক্তিটুইটারে ‘বিশেষ’ তকমা হারালেন অমিতাভ, বিরাট, শাহরুখ, টাকা না দেওয়ায় সরে গেল...

টুইটারে ‘বিশেষ’ তকমা হারালেন অমিতাভ, বিরাট, শাহরুখ, টাকা না দেওয়ায় সরে গেল ‘ব্লু টিক’

বিপাকে গণ্যমান্যরা । টুইটার থেকে বিশেষ পরিচিতি হারালেন সমাজের বহু বন্যমান্য ব্যক্তিত্বরা যাতে রয়েছেন রাহুল গান্ধীর মত ব্যক্তিত্ব থেকে শুরু করে বিরাট কোহলি অমিতাভ বচ্চন এমনকি শাহরুখ খানও এই তালিকাভুক্ত। কি এমন হলো যাতে তাঁরা তকমা হারালেন? জানা গেছে টুইটারে প্রায় তিন লক্ষ ব্যবহারকারীরা তাদের নামের পাশে ব্লু টিক হারিয়েছেন। এবার থেকে টুইটার ব্যবহারকারীদের যাঁরা ইচ্ছুক তাঁরা টাকা দিয়ে পরিষেবা চালু রাখতে পারবেন। কেবলমাত্র তাদেরই ব্লু টিক বজায় থাকবে। তবে এর জন্য খরচ করতে হবে মাসিক ৬৫৭ টাকা।

এই তথ্যটি জানিয়ে দিয়েছে মাইক্রোব্লিগং সাইট। তবে যদি কোন সংস্থা তার টুইটারের পাশে এই ব্লু টিক ব্যবহার করতে আগ্রহী হন তাহলে সেক্ষেত্রে খরচ অনেকটাই বেশি পড়বে যা প্রায় ৮২ হাজার টাকার কাছাকাছি। আগে টুইটার “বিশেষ” হওয়ার পরিচিতি যে সমস্ত ব্যক্তিত্ব দিয়েছিলেন, বিশেষ পরিচিতি কেড়েও নিলেন। এবার থেকে আর তাদের নামের পাশে বিশেষ চিহ্নটি পড়বে না। যদিও শুধুমাত্র গণ্যমান্য ব্যক্তিরা নয় টুইটার ব্যবহারকারীর অর্ধেকের বেশি মানুষের নামের পাশ থেকেই সরে গিয়েছে নীল চিহ্ন।

তথ্য মারফত যা জানা যাচ্ছে গত বৃহস্পতিবার বিকেলের পর থেকে ব্লু টিক চিহ্নটি হারিয়েছেন শাহরুখ খান সহ জাস্টিন বিবার কেটি পেরি ওপরা উইনফ্রে কিম কার্দাশিয়ানের পাশাপাশি বিল গেটস এবং পোপ ফ্রান্সিসের মত তাবড় তাবড় ব্যক্তিত্বরা। আরো জানা গেছে যে সমস্ত টুইটার ব্যবহারকারীরা অনেক আগে থেকেই টাকা দিয়ে রেখেছিলেন তাদের নামের পাশে আজও ব্লু টিক চিহ্নটি রয়ে গিয়েছে। তবে এই সমস্ত নামীদামি রাজনীতিবিদ সাংবাদিক কিংবা ক্রীড়াবিদ থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রীদের সাথে এহেন আচরণকে অনেকেই ভালো নজরে দেখছেন না।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments