বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
Homeভাইরালবৃহস্পতিবার সূর্যগ্রহণ, মহাজাগতিক বিরল দৃশ্য কোথায়, কখন, কী ভাবে দেখতে পাবেন জানুন

বৃহস্পতিবার সূর্যগ্রহণ, মহাজাগতিক বিরল দৃশ্য কোথায়, কখন, কী ভাবে দেখতে পাবেন জানুন

২০২৩ সালে সর্বপ্রথম এক বিরল মহাজাগতিক দৃশ্য দেখার জন্য প্রস্তুত সকল বিশ্ববাসী। আগামী ২০ এপ্রিল বৃহস্পতিবার চোখ থাকা চাই আকাশে। নাসা আরো জানিয়েছে যে ঘটনাটি অন্তত ১০০ বছর অন্তর ঘটে থাকে তা এক্ষেত্রে প্রযোজ্য নয়। তাই এটি নিঃসন্দেহে উল্লেখযোগ্য ঘটনা। সর্বশেষ এই দৃশ্য দেখা গিয়েছিল ২০১৩ সালে। যার পুনরাবৃত্তি ঘটতে চলেছে ২০২৩ সালে। আগামী বৃহস্পতিবার যে ঘটনাটি ঘটতে চলেছে তার নাম হল হাইব্রিড সূর্যগ্রহণ। অবশ্যই নামের বিশেষত্ব রয়েছে সেটি হল এই সূর্যগ্রহণে সূর্যের আকৃতির থেকে চাঁদের ছায়া অপেক্ষাকৃত ছোট হয় ফলে চাঁদ সূর্যকে সম্পূর্ণ আড়াল করতে সক্ষম হয় না, যে কারণে সূর্যের ছটা সোনালী বৃত্তের ন্যায় চাঁদের চারিপাশ দিয়ে দেখা যাবে।

এক কথায় বলা যায় পৃথিবীর আকাশে আমরা হীরের আংটি নয় সোনার আংটি দেখতে পাবো আগামী বৃহস্পতিবার। চারিপাশ অন্ধকারে ঢাকা আর তার মাঝে সোনালী বলয় দেখতে পাওয়া দৃশ্যটি অত্যন্তই রোমাঞ্চকর হবে বলেই বিজ্ঞানীরা মনে করছেন। বিরল ঘটনার সাক্ষী থাকতে সকলেই উৎসাহিত।

এই সূর্য গ্রহণ সরাসরি দেখতে পাওয়া যাবে অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলের এক্সমাউথ থেকে এছাড়াও দেখা যাবে ফিলিপিনস নিউজিল্যান্ড ইস্ট ইন্ডিজ ও দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু অংশ থেকে যেখান থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা সম্ভব হবে। তাই ভারতীয়দের মন যথেষ্টই খারাপ তাদের এই সূর্যগ্রহণ শুধুমাত্র সম্প্রচারের মাধ্যমেই দেখতে হবে। গ্রহণ শুরু হবে ভারতীয় সময় ভোর ৩টে ৩৪ মিনিট থেকে সকাল ৬টা ৩২ মিনিট পর্যন্ত। তাই সাধারণ মানুষ থেকে মহাকাশ বিজ্ঞানীরা সকলেই নজর রাখবেন এই হাইব্রিড সূর্য গ্রহণের ওপর।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments