মিশর জানিয়েছে, এখন তাদের ২০টি যুদ্ধবিমান প্রয়োজন। অন্যদিকে আর্জেন্টিনার প্রয়োজন ১৫টি নতুন যুদ্ধবিমানের। তবে তারা কিনবে কিনা, সেই বিষয়ে এখনও অন্তিম চুক্তি হয়নি।
1/5মিশর এবং আর্জেন্টিনাকে কী যুদ্ধবিমান বিক্রি করা যায়? সেই সম্ভাবনাই এখন খতিয়ে দেখছে ভারত। ইতিমধ্যেই সেদেশের আমলাদের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। সেদেশের বিমান বাহিনীর কাছে ভারতের তৈরি হালকা যুদ্ধবিমান ‘তেজস’ বিক্রি করা যায় কিনা, তাই নিয়ে কথা হচ্ছে। এমনটাই জানালেন হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের(HAL) চেয়ারম্যান সিবি অনন্তকৃষ্ণন। মঙ্গলবার এয়ারো ইন্ডিয়া ২০২৩-এ যোগ দেন তিনি। ফাইল ছবি: এএনআই (PTI)2/5তবে কি দুই দেশকে বিমান বিক্রি করবে ভারত? আপাতত সিগনাল হলুদ আলোয় আটকে আছে বলতে পারেন। মিশর জানিয়েছে, এখন তাদের ২০টি যুদ্ধবিমান প্রয়োজন। অন্যদিকে আর্জেন্টিনার প্রয়োজন ১৫টি নতুন যুদ্ধবিমানের। তবে তারা কিনবে কিনা, সেই বিষয়ে এখনও অন্তিম চুক্তি হয়নি। ফাইল ছবি: ব্লুমবার্গ (PTI)3/5এই দুই দেশের বিষয়ে এখনও আশার আলো থাকলেও মালয়েশিয়াকে বিমান বিক্রির পরিকল্পনা ভেস্তে গিয়েছে। HAL-কে টেক্কা দিয়ে একটি কোরিয়ান সংস্থা সেই চুক্তি হাসিল করেছে। তবে আপাতত মিশর ও আর্জেন্টিনাকেই পাখির চোখ করেছে ভারত। ফাইল ছবি: পিটিআই (PTI)
4/5সোমবার বেঙ্গালুরুর ইয়েলহাঙ্কা বিমান ঘাঁটিতে ভারতীয় বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী উপস্থিত ছিলেন। এয়ারো ইন্ডিয়া প্রদর্শনীর প্রাক্কালে তিনি বলেন, ভারত বর্তমানে বিমান রফতানি করার চেষ্টায় জোর দিচ্ছে। বিমানবাহিনীতেও নিজেদের নতুন উদ্ভাবনগুলি অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে। ফাইল ছবি: এপি (PTI)5/5এর আগে Aero India-২০২১-এ, প্রতিরক্ষা মন্ত্রক IAF-এর জন্য ৮৩টি LCA Mk-1A জেটের জন্য HAL-কে ৪৮,০০০ কোটি টাকার চুক্তি বরাদ্দ করে। সেই কাজ এখন জোরকদমে চালাচ্ছে HAL। প্রথম Mk-1A বিমানটি ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বিমান বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। বাকিগুলি ২০২৯ সালের মধ্যেই ফ্লিটে যোগ দেবে। এমনটাই জানান HAL কর্তা। ফাইল ছবি: এপি (PTI)