মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪
Homeকলকাতাএম এস এম ই - বিএফও এর এক অভিনব উদ্যোগ

এম এস এম ই – বিএফও এর এক অভিনব উদ্যোগ

নিজস্ব প্রতিবেদন : ভেন্ডার ডেভেলপমেন্ট প্রকল্পকে নিয়ে এম এস এম ই -ডিএফও একটি দুদিনের আলোচনা সভায় আয়োজন করেন। এই অনুষ্ঠানের লক্ষ্য ছিল এম এস এম ইর,দপ্তরের স্টেক হোল্ডার, সরকারকে এক ছাতা এক তলায় নিয়ে আসা।

বর্তমান পরিস্থিতিতে ব্যবসার যে ক্ষতি হয়েছে তার থেকে ঘুরে দাঁড়াতে এই আলোচনা চক্রের উদ্যোগ নেন এম এস এম ই কলকাতা। ১৩ ও ১৪ ই ফেব্রুয়ারি সল্টলেকের স্ট্যাডেল হোটেলে এই আলোচনা চক্রের আয়োজন করা হয়। এই দুদিনের আলোচনা উপস্থিত ছিলেন পি চৌধুরী জয়েন্ট ডিরেক্টর এম এস এম ই পশ্চিমবঙ্গ সরকার, ইউ স্বরূপ- আইএএস, ডিরেক্টর এমএসএমই পশ্চিমবঙ্গ সরকার, ডিমিত্র জয়েন ডিরেক্টর এম এস এম ই, ডি এফ ও কলকাতা।

এম এস এম ই আয়োজিত এই দুদিনের আলোচনা সভায় যোগদান করেন -জি আর এস ই, হিন্দুস্তান আরোনটিক্স লিমিটেড, ভারত হেভি ইলেকট্রনিক্স লিমিটেড, ইস্টার্ন রেলওয়ে, এম এস টি সি, কোল ইন্ডিয়া লিমিটেড, দামোদর ভ্যালি কর্পোরেশন ইত্যাদি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments