Updated: 22 Feb 2023, 06:19 PM IST
Soumick Majumdar
এই পরিষেবার মাধ্যমে বাড়ির দোরগোড়ায় নিয়মিত বাড়ির মতো রান্না করা খাবার পাওয়া যাবে। মেনু সাজানোর দায়িত্বে কোনও বড় শেফ বা রাঁধুনি ছিলেন না। বরং বাড়িতে রান্না করেন, এমন অভিজ্ঞদের পরামর্শ মতোই মেনু সাজানো হয়েছে। সংস্থা আশাবাদী, এর ফলে গ্রাহকদের বাড়ির খাবারের স্বাদ পৌঁছে দেওয়া যাবে।
1/5 বাড়ি থেকে দূরে থাকেন? বাড়ির রান্না করা খাবার মিস করছেন? সেক্ষেত্রে Zomato Everyday ট্রাই করে দেখতে পারেন। হ্যাঁ, এই নামেই এক নয়া পরিষেবা চালু করল ফুড ডেলিভারি সংস্থা। বুধবার সেই বিষয়ে নিজেই টুইট করে জানালেন জোমাটোর সিইও দীপিন্দর গোয়াল। ফাইল ছবি: জোমাটো (Zomato)
2/5 তিনি জানালেন, এই পরিষেবার মাধ্যমে বাড়ির দোরগোড়ায় নিয়মিত বাড়ির মতো রান্না করা খাবার পাওয়া যাবে। মেনু সাজানোর দায়িত্বে কোনও বড় শেফ বা রাঁধুনি ছিলেন না। বরং বাড়িতে রান্না করেন, এমন অভিজ্ঞদের পরামর্শ মতোই মেনু সাজানো হয়েছে। সংস্থা আশাবাদী, এর ফলে গ্রাহকদের বাড়ির খাবারের স্বাদ পৌঁছে দেওয়া যাবে। ফাইল ছবি: টুইটার (Zomato)
3/5 Zomato জানিয়েছে, এই স্কিমে পার্টনাররা মূলত হোম-শেফদের সঙ্গে কাজ করবেন। এর ফলে একেবারে বাড়ির রান্নাই পৌঁছে দেওয়া যাবে গ্রাহকদের কাছে। কোনও রেস্তোরাঁর তেল-মশলাদার খাবারের কোনও ভয় থাকবে না। ফাইল ছবি: জোমাটো (Zomato)
4/5 একেবারে টাটকা বাজার দিয়েই যাতে রান্না করা হয়, সেই বিষয়ে জোর দেওয়া হবে বলে জানিয়েচে সংস্থা। দামও রাখা হবে পকেটসই। মাত্র ৮৯ টাকা থেকে দাম শুরু হচ্ছে বলে জানিয়েছে জোমাটো। অর্ডার করার মাত্র কয়েক মিনিটের মধ্যে গরম গরম ভাত, ডাল, ভাজা, মাছের ঝোল পৌঁছে যাবে আপনার বাড়িতে। (সৌজন্য ফেসবুক) (Zomato)
5/5 প্রাথমিকভাবে শুধুমাত্র গুরুগ্রামের নির্দিষ্ট কিছু এলাকায় এই সুবিধা চালু করছে জোমাটো। সকালের প্রাতঃরাশের জন্য সময় সাড়ে আটটা থেকে সাড়ে এগারোটা। অন্যদিকে মধ্যাহ্নভোজ অর্ডারের সময় সাড়ে এগারোটা থেকে সাড়ে তিনটে পর্যন্ত। প্রতীকী ছবি: শাটারস্টক (Zomato)
পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে