সন্দেশখালির হর্তা কর্তা বিধাতা শাহজাহান শেখ। সন্দেশখালীর ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকেই এই মানুষটির খোঁজে ছিল গোটা পশ্চিমবঙ্গের পুলিশ। অবশেষে গ্রেফতার হয়েছিলেন শাহাজাহান শেখ।। গত শুক্রবার নীরবতা ভেঙ্গে নিজেকে নির্দোষ বলে দাবি করেছিলেন তিনি কিন্তু শনিবার আবার পুরনো নীরবতাতেই ফিরে গেলেন শাহজাহান।
মেডিকেল পরীক্ষা করার সময় চুপ করেছিলেন তিনি এমনকি সংবাদমাধ্যমের সামনেও মুখ খুলতে নারাজ শাহজাহান। গত বুধবার রাতে সিবিআই হিফাজতে যাওয়ার ২৪ ঘন্টা পর শাহাজাহান কে মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে আসা হয় জোকার ইএসআই হাসপাতালে। সেখানেই সংবাদমাধ্যমকে দেখে তিনি বলেছিলেন, তিনি সুবিচার আশা করছেন তবে ইডি সিবিআই পুলিশ বা আদালতের কাছে নয়।
মেডিকেল পরীক্ষার জন্য রওনা হওয়ার আগে সংবাদমাধ্যমকে দেখে তিনি বলেছিলেন, সবকিছুই মিথ্যা। এরপরেই তিনি বলেন, উপরওয়ালা সবকিছু বিচার করবে কিন্তু শনিবার আর নিজেকে নির্দোষ বলে দাবি করতে দেখা গেল না তাকে। অনেকেই মনে করছেন, সিবিআই এর হেফাজতে যাওয়ার পর থেকেই শাহজাহানের কথা বলার ভঙ্গি পাল্টে গেছে। গত ২৯ শে ফেব্রুয়ারি গ্রেফতারের পর ঠিক যেমন ঔদ্ধত্য ছিলেন তিনি, যতদিন যাচ্ছে সেই শারীরিক ভাষা যেন পাল্টে যাচ্ছে ধীরে ধীরে। চলাফেরাতেও সেই পরিচিত দাপট নেই এমনকি দেখা গেছে বাড়তি আরষ্ট ভাব।