Updated: 21 Feb 2023, 06:34 PM IST
Soumick Majumdar
এবার থেকে ব্যবহারকারীরা তাদের শেয়ার করা ডকুমেন্টে ক্যাপশনও যোগ করতে পারবে। এর ফলে ফাইল না খুলেও সহজেই বহু ছবি/ভিডিয়োর মধ্যে নির্দিষ্টটি খুঁজে নিতে পারবেন প্রাপক।
1/5 নতুন আপডেটে ব্যবহারকারীদের জন্য দুর্দান্ত এক ফিচার আনল হোয়াটসঅ্যাপ। এবার থেকে একবারে ১০০টি ফটো এবং ভিডিয়ো শেয়ার করতে পারবেন ব্যবহারকারীরা। আগের তুলনায় যা অনেকটাই বেশি। ফাইল ছবি : মিন্ট (PTI)
2/5 এর আগে হোয়াটসঅ্যাপে একসঙ্গে ৩০টি ছবি/ভিডিয়ো পাঠানো যেত। এবার সেটা বাড়িয়ে ১০০টি করা হয়েছে। প্রতীকী ছবি : পিটিআই (PTI)
3/5 শুধু তাই নয়, এবার থেকে ব্যবহারকারীরা তাদের শেয়ার করা ডকুমেন্টে ক্যাপশনও যোগ করতে পারবে। এর ফলে ফাইল না খুলেও সহজেই বহু ছবি/ভিডিয়োর মধ্যে নির্দিষ্টটি খুঁজে নিতে পারবেন প্রাপক। ছবিটি প্রতীকী, সৌজন্য : রয়টার্স (PTI)
4/5 এর পাশাপাশি, ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের মধ্যেই অবতার(Avatar) তৈরি করতে এবং স্টিকার ও প্রোফাইল ফটো সেট করতে পারবেন। হোয়াটসঅ্যাপের সেটিংসের মধ্যেই অবতার তৈরির অপশন পেয়ে যাবেন। ফাইল ছবি: পিটিআই (PTI)
5/5 উপরের সমস্ত ফিচারই Android এবং iOS উভয় ব্যবহারকারীদের ফোনেই এসে গিয়েছে। ভিডিয়ো কলে এর আগেই অ্যান্ড্রয়েডে পিকচার-ইন-পিকচার ছিল। এবার সেটা iOS-এও এসে গিয়েছে। ফাইল ছবি: রয়টার্স (PTI)
পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে