Updated: 21 Feb 2023, 11:29 AM IST
Soumick Majumdar
কর্মসূত্রে বা বেড়াতে বহু ভারতীয় সিঙ্গাপুরে যান। এবার থেকে সেখানে তাঁদের বন্ধু, সহকর্মী এবং আত্মীয়দের টাকা পাঠাতে Google Pay, PayTM এবং অন্যান্য ডিজিটাল পেমেন্ট সিস্টেম ব্যবহার করতে পারবেন। ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (UPI) PayNow-এর সঙ্গে সংযুক্ত হবে।
1/6 শুধু ভারতেই নয়। এখন দেশের বাইরেও বেশ কিছু স্থানের দোকানে QR স্ক্যান করে টাকা পেমেন্ট করা যাবে। কোনও মুদ্রা রূপান্তরের গল্প নেই। সাধারণ UPI-এর যে কোনও অ্যাপ দিয়েই করা যাবে লেনদেন। বিদেশ ভ্রমণের পুরো অভিজ্ঞতাই বদলে দিতে চলেছে ভারতের UPI। ফাইল ছবি: আনস্প্ল্যাশ (AFP)
2/6
সিঙ্গাপুরে এই ব্যবস্থা চালু হয়ে হতে চলেছে। কর্মসূত্রে বা বেড়াতে বহু ভারতীয় সিঙ্গাপুরে যান। এবার থেকে সেখানে তাঁদের বন্ধু, সহকর্মী এবং আত্মীয়দের টাকা পাঠাতে Google Pay, PayTM এবং অন্যান্য ডিজিটাল পেমেন্ট সিস্টেম ব্যবহার করতে পারবেন। ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (UPI) PayNow-এর সঙ্গে সংযুক্ত হবে। ফাইল ছবি: ইউপিআই
(AFP)
3/6 এর ফলে টাকা আরও দ্রুত এবং কম খরচেই লেনদেন করা যাবে। দু’টি রিয়েল-টাইম পেমেন্ট সিস্টেমের সংযোগ বিশ্বের কাছে নজির স্থাপন করতে চলেছে বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার এর সূচনায় ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং যোগ দেবেন। ইতিহাসের সাক্ষী হতে চলেছে দুই দেশ। (ছবিটি প্রতীকী, সৌজন্য ব্লুমবার্গ) (AFP)
4/6 রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) গভর্নর শক্তিকান্ত দাস এবং সিঙ্গাপুরের মনিটারি অথরিটির এমডি রবি মেনন সকাল ১১টায় এই ক্রস-বর্ডার কানেক্টিভিটির লঞ্চের (MAS) সূচনা করবেন। ফাইল ছবি: মিন্ট (AFP)
5/6 সিঙ্গাপুর থেকে ভারতের সমস্ত রেমিটেন্সের(বিদেশ থেকে আগত আয়) প্রায় ৫.৭% বা $১০০ বিলিয়ন আসে। UPI-এর ফলে সেই মাত্রা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। ফাইল ছবি: এএফপি (AFP)
6/6 শুধু সিঙ্গাপুরই নয়। প্রাথমিকভাবে ১০ টি দেশের ক্ষেত্রে এই সুবিধা চালু করা হচ্ছে। এনপিসিআইয়ের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শীঘ্রই ইউপিআইয়ের (Unified Payment Interface) মাধ্যমে নিজেদের নন-রেসিডেন্ট এক্সাটার্নাল (NRE) এবং ইন্টারন্যাশনাল নম্বরের মধ্যে টাকা ট্রান্সফার করতে পারবেন অনাবাসী ভারতীয়রা। প্রাথমিকভাবে ১০ টি দেশের অনাবাসী ভারতীয়রা (Non-Resident Indians – NRI) সেই সুযোগ পাবেন। ফাইল ছবি: মিন্ট (AFP)
পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে