রবিবার, অক্টোবর ৬, ২০২৪
Homeবিনোদনসন্তান জন্মের দুই সপ্তাহ পর একরত্তির ছবি প্রকাশে আনলেন বিক্রান্ত, কী নাম...

সন্তান জন্মের দুই সপ্তাহ পর একরত্তির ছবি প্রকাশে আনলেন বিক্রান্ত, কী নাম রাখলেন তিনি?

সদ্য পিতা হয়েছেন বলিউড অভিনেতা বিক্রান্ত মাসে। গত ৭ ই ফেব্রুয়ারি অভিনেতার ঘর আলো করে জন্ম নিয়েছে একটি পুত্র সন্তান। স্ত্রীর গর্ভাবস্থার কথা প্রকাশে আনার পাশাপাশি সন্তান জন্মের কথাও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন অভিনেতা। এবার প্রকাশ্যে আনলেন ছেলের ছবি।

সন্তান জন্মের দুই সপ্তাহ পর ছেলের ছবি শুধু প্রকাশে এনেছেন অভিনেতা তা নয়, ছেলের কী নাম রেখেছেন সেটাও জানালেন তিনি। গত শুক্রবার দুটি ছবির একটি কোলাজ পোস্ট করে বিক্রান্ত ছেলের প্রথম ছবি প্রকাশে নিয়ে এলেন। ছবি দুটির মধ্যে একটিতে দেখা যাচ্ছে বিক্রান্ত স্ত্রী শীতল ঠাকুর এবং একরত্তি সন্তানকে আগলে রেখেছেন, অন্য ছবিতে দেখা যাচ্ছে ছেলের নাম।

ছবিতে নবজাতকের মুখ ঠিক স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। মায়ের মুখে মুখ গুঁজে রয়েছে সদ্যজাত। নবজাতককে প্রাণভরে দেখছেন বাবা-মা। অন্য একটি ছবিতে দেখা যাচ্ছে ছেলের নাম। টুয়েলভ ফেল অভিনেতা ছেলের নাম রেখেছেন বরদান। এটি মূলত একটি হিন্দি শব্দ। শব্দটির অর্থ আশীর্বাদ। অভিনেতার একমাত্র সন্তানের এই নাম শুনে উচ্ছ্বাসে আপ্লুত হয়েছেন দর্শকরা।

টুয়েলভথ ফেল বিক্রান্তের ক্যারিয়ারের অন্যতম সেরা সিনেমা। ২০২৪ যে অভিনেতার জন্য একটি দুর্দান্ত বছর তা বেশ বোঝা যাচ্ছে ক্যারিয়ারের সফলতা এবং নতুন সদস্যের আগমনে। আপাতত নবজাতককে নিয়েই ব্যস্ত অভিনেতা, তবে কিছুদিনের মধ্যেই তিনি ফিরবেন শুটিংয়ে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments