জীবনে সফলতার পাশাপাশি ব্যর্থতাও আসবে। ব্যর্থ হলে কখনো হেরে যাওয়া উচিত নয় এমনটাই বোঝালেন মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ পৌরসভা। দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় যারা ফেল করেছেন বা কোন রকমে পাশ করেছেন তাদের জন্য একটি বড়সড় পার্টির আয়োজন করল মহারাষ্ট্রের এই পৌরসভা। ৬ জুন এই আয়োজিত এই পার্টিতে ছিল গান-বাজনা থেকে শুরু করে খাওয়া দাওয়ার ব্যবস্থা।
পৌরসভার এই উদ্যোগে তাদের পাশে দাঁড়িয়ে ছিল একটি স্বেচ্ছাসেবী দল। আয়োজকরা এই প্রসঙ্গে জানিয়েছেন, সব পড়ুয়াদের রেজাল্ট সমান হয় না কিন্তু রেজাল্ট দিয়ে কখনো কাউকে বিচার করা উচিত নয়। সাফল্যের অনেক অভিভাবক থাকে কিন্তু ব্যর্থরা অনাথ। পরীক্ষার ফল বেরোলে এই প্রবাদের সত্যতা প্রমাণিত হয় বারবার। তাই আমরা ব্যর্থ পড়ুয়াদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।
স্বেচ্ছাসেবী সংগঠনের এক সদস্য শ্রীকান্ত সালভে জানিয়েছেন, দ্বাদশ শ্রেণীর ফলাফল ঘোষণার আগেই এই পরিকল্পনা করেছিলাম আমরা। প্রায় কুড়িটি কলেজের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়েছিল। ফল ঘোষণা করার পরেই ফেল বা কোন রকমে পাশ করা পড়ুয়াদের ফোন করে এই পার্টির আয়োজন করেছিলাম আমরা। পড়ুয়াদের জ্ঞান দেওয়া আমাদের উদ্দেশ্য ছিল না শুধুমাত্র উদ্দেশ্য ছিল তাদের কিছুটা আনন্দ দেওয়া। তাদের এটাই বোঝানো যে নম্বর শেষ কথা নয়।