সামান্য বাড়ল শহর কলকাতার তাপমাত্রা। শহরে গত শনিবারের চেয়ে রবিবার এক ডিগ্রি তাপমাত্রা বেড়েছে।আসলে গত শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। তার পরেরদিন অর্থাৎ রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। ওইদিন পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। এর পাশাপাশি ব্যারাকপুরে ১৪.৮ ডিগ্রি, কৃষ্ণনগরে ১৩.২ ডিগ্রি, বর্ধমানে ১৪ ডিগ্রি, বহরমপুরে ১৪.৪ ডিগ্রি, কল্যাণীতে ১৩.৫ ডিগ্রি, ঝাড়গ্রামে ১৪.৫ ডিগ্রি, শ্রীনিকেতনে ১৪.৬ ডিগ্রি এবং উলুবেড়িয়ায় ১৪.৫ ডিগ্রিতে পারদ নেমেছিল।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী দুদিন পর থেকে ফের পারদ নিম্নমুখী হতে পারে। এর ফলে নতুন বছরের শুরুতেই দেখা মিলতে পারে ভরপুর শীতের। গত রবিবার দক্ষিণবঙ্গের দুই জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস ছিল। বীরভূম এবং মুর্শিদাবা দেও ছিল বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভবনা। দক্ষিণের বাকি জেলাগুলিতে আবহাওয়া মোটের উপর শুকনো থাকবে বলেই ছিল খবর। কিছু জেলায় সকালের দিকে কুয়াশার কারণে সমস্যা হতে পারে বলে জানানো হয়েছিল হাওয়া অফিসের তরফে। এমনকি সতর্কতা জারি করা হয় মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে।
ওইদিন উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পঙে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল হাওয়া অফিসের তরফে। অন্যান্য জেলাগুলিতে শুকনো আবহাওয়া থাকলেও উত্তরবঙ্গের প্রায় সর্বত্র কুয়াশার সতর্কতা জারি করা হয়। হাওয়া অফিসের তরফে জানানো হয় যে, উত্তরবঙ্গ কিংবা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দুই দিনের রাতের তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না, তবে পরবর্তী তিন দিনে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি কমতে পারে।