বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
Homeবিদেশক্রেমলিন লক্ষ্য করে জোড়া ড্রোন হানা, মস্কোর আঙুল জ়েলেনস্কির দিকেই

ক্রেমলিন লক্ষ্য করে জোড়া ড্রোন হানা, মস্কোর আঙুল জ়েলেনস্কির দিকেই

রুশ ইউক্রেন যুদ্ধের তীব্রতা আরো এক অন্য মাত্রা পেতে চলেছে বলেই বিশেষজ্ঞ মহলের আশঙ্কা কারণ সম্প্রতি রুশ সংবাদমাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও যাতে দেখা যাচ্ছে ড্রোন হামলার একাধিক ছবি। ক্রেমলিনের ওপর দুটি ড্রোন আছড়ে পড়েছে। মিডিয়াতেও সেই ছবি ভাইরাল হয়। রাশিয়ার দাবি এই সমস্ত কিছু হামলা পুতিনকে লক্ষ্য করেই এমনই জানালেন প্রেসিডেন্ট ভ্লাদিমির। এই হামলা তারপর ইউক্রেনই করেছে বলে তাদের দাবি। তবে এই দাবিকে মানতে অস্বীকার করেছেন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক।

গত বুধবার ঠিক কি ঘটনা ঘটে চলুন জেনে নেওয়া যাক এক নজরে। রুশ প্রেসিডেন্টের সরকারি বাসভবন ক্রেমলিনকে লক্ষ্য করে দুটি মানব বিহীন ড্রোন ধাক্কা মারে। পরবর্তীতে দেখা যায় আগুনের ঝলকানি এবং কালো ধোঁয়ায় চারিপাশ কেমন ঢেকে যাচ্ছে। এই ভিডিওটি একাধিকবার সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়েছে। পরে ওই ড্রোন দুটিকে নিষ্ক্রিয় করা হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই মস্কোর মেয়র স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন কোন বিমান কিংবা ড্রোনকে রুশ রাজধানীর উপর দিয়ে উড়ে যাওয়ার অনুমতি নেই। আপাততভাবে সমস্ত কিছুই রুশ রাজধানীর উপর দিয়ে বন্ধ রাখা রয়েছে এবং কড়া নজরদারিও রাখা হচ্ছে। রাশিয়ার পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই সমস্ত কিছু পুতিনকে হত্যা করার পরিকল্পনা।

আগামী দিনে তাঁরা সঠিক সময়ে এই প্রত্যাঘাতের প্রত্যুত্তর দেবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ইউক্রেনকে। তবে এই ঘটনার সত্যতা বিচার করা হয়নি এরই মধ্যে কতটা সত্যতা রয়েছে তা জানা নেই। ইউক্রেনের জন্য এহেন হুঁশিয়ারি আগামী দিনে যে ভালো প্রভাব পড়বে না তারই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments