সমালোচনার মুখে পড়লেন শাহরুখ পুত্র আরিয়ান। তবে এটা শুনে অনেকেই ভাবছেন যে অভিনেতা হিসেবে তিনি বলিউডের গ্ল্যামার জগতে পা রেখেছেন, তাদের জন্য বলা ভালো তিনি অভিনেতা হিসেবে নয়, পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। নিজের প্রথম চিত্রনাট্য নিয়ে কাজও শুরু করে দিয়েছেন আরিয়ান যেখানে চিত্রনাট্যের আলো দেখতে পাওয়া যাবে বাবা শাহরুখ খানকেই।
তবে তা দর্শকের কাছে আসতে এখনো অনেকটা সময় বাকি।তারই আগে নিজের পোশাক ব্যান্ড লঞ্চ করে ফেলেছেন তিনি লাক্সারি স্ট্রিট ওয়ার ব্র্যান্ডের নাম দিয়েছেন ডি ইয়াভল। পোশাকের দাম গগন চুম্বি। একটি টি-শার্ট এর দাম প্রায় ২৪ হাজার টাকা এবং জ্যাকেটের দাম পড়ছে প্রায় দু লক্ষ টাকার কাছাকাছি। এই পোশাক কেনার ক্ষমতা কার হবে সেটিই দেখার বিষয়। তবে সেই পোশাক ব্র্যান্ডের প্রচারের জন্য ব্যবস্থা করেছেন শাহরুখ পুত্র । তার আগে অত্যন্ত সমালোচনার মুখে পড়েছেন আরিয়ান কারণ তার ভক্তরাই প্রশ্ন তুলেছেন পোশাকের এমন দান নির্ধারণ করল কে? যারা শুধুমাত্র ব্র্যান্ড ও দাম দেখাবার জন্য পোশাক পড়ে থাকেন শুধুমাত্র তারাই হয়তো এই পোশাক পড়তে পারেন।
তীব্র সমালোচনার মুখে পড়ে একপ্রকার হতভম্ব হয়ে গিয়েছেন আরিয়ান। তিনি নিজেও ভাবতে পারেননি এমন সমালোচনা তার জন্য অপেক্ষা করে রয়েছে। নিজের পোশাক ব্রান্ডের পাশাপাশি নিজে প্রথম ছবিও মুক্তি পেতে চলেছে আগামী দিনে তা নিয়েও কি অপেক্ষা করছে তার জন্য তার উত্তর সময়েই মিলবে।