কলকাতায় হাজির খোদ ত্রিপুরার পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীসহ ত্রিপুরার পর্যটন সচিব উত্তম কুমার চাকমা ও ওই একই দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস, তাদের আগমনের কারণ কি তা নিয়ে কৌতুহল জেগেছিল অনেক মহলেই, সেই যাবতীয় কৌতূহলের অবসান ঘটলো গত মঙ্গলবার। তাঁরা হাজির হয়েছিলেন আমাদের কলকাতা মহারাজ তথা ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে। তাদের একটি প্রস্তাব ছিল তাঁর কাছে। সৌরভ গঙ্গোপাধ্যায়কে তাঁরা পুষ্প স্তবক দিয়ে সম্বর্ধনা ও সাথে ত্রিপুরার বিখ্যাত ত্রিপুরাসুন্দরী মন্দিরের একটি মডেল উপহার দেন। তবে তাদের উদ্দেশ্য কী ছিল এবং তাদের কলকাতায় আসার প্রধান উদ্দেশ্য সবটুকুই জানাব আমরা। ত্রিপুরা সরকার সৌরভ গঙ্গোপাধ্যায়কে ত্রিপুরার পর্যটন দপ্তরের ব্র্যান্ড অ্যাম্বাসেডের করার প্রস্তাব দিয়েছিলেন।
গত ২রা মার্চ ত্রিপুরায় ফের ক্ষমতায় আসে বিজেপি এবং ক্ষমতায় এসে প্রথমেই পর্যটন শিল্পের প্রসারের জন্য তাঁরা উদ্যোগী হয়েছেন। তারই জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডরের খোঁজ শুরু হয়। আর সেই তালিকায় নাম উঠে আসে সৌরভ গঙ্গোপাধ্যায়ের। প্রথমদিকে মহারাজ সে প্রস্তাব নিয়ে ভেবে দেখার কথা বললেও পরে তাদের প্রস্তাবের সম্মতি জানিয়েছেন। আইপিএলের ভরা সিজনে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি তথা আইপিএলে তাঁর দল দিল্লির দলের সঙ্গে যুক্ত থাকলেও তা থেকে কিছুটা সময় বিরতি নিয়ে তিনি কলকাতায় ফিরেছেন আর এই সুযোগেই ত্রিপুরা সরকারের প্রতিনিধিরা উপস্থিত হয়ে গিয়েছিলেন তার সঙ্গে দেখা করতে তার বেহালার বাড়িতে।
মূলত সুশান্ত বাবু এসেছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার পক্ষ থেকে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই প্রস্তাবে রাজি হওয়ায় তিনি অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বলে জানিয়েছেন এবং ত্রিপুরাবাসীর কাছে এক অত্যন্ত আনন্দের একটি বিষয়। তাঁকে নিয়ে তাদের কাজকর্ম আগামী মাস থেকেই শুরু হবে বলে জানা গিয়েছে। এমন ক্রিকেট দলের সফলতম একজন অধিনায়ককে নিজেদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পাওয়া ত্রিপুরাবাসীরা নিজেদের সৌভাগ্যবান বলেই মনে করছেন।