মঙ্গলবার, মার্চ ১১, ২০২৫
Homeদেশভয়ংকর বিস্ফোরণ কল্যাণীর বাজি কারখানায়, নিহত চার

ভয়ংকর বিস্ফোরণ কল্যাণীর বাজি কারখানায়, নিহত চার

গত কয়েক বছরে রাজ্যে একাধিক জায়গায় বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর আগে ২০২৩ সালে পূর্ব মেদিনীপুরের এগরায় বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নয় জনের মৃত্যু হয়েছিল। এরপর দক্ষিণ ২৪ পরগনার বজবজ এবং উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে বাজি কারখানাতে ভয়ংকর বিস্ফোরণ ঘটে সাত জনের মৃত্যু হয়েছিল। একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ডের মাঝে এবার নদিয়ার কল্যাণীতে ঘটে গেলো ভয়াবহ বিস্ফোরণ।

জানা গেছে, নদিয়ার কল্যাণীর রথতলায় ঘনবসতিপূর্ণ এলাকার এক বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে চার জনের মৃত্যু ঘটেছে, যার মধ্যে দুইজন মহিলা ছিলেন বলে জানা গেছে। এই বিস্ফোরণের জেরে গোটা বাজি কারখানা উড়ে গেছে। এলাকাবাসী এই বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত রয়েছেন। এখন নিহতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। ঘটনাস্থল থেকে সকলের ঝলসানো দেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে দমকলকর্মীরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

কল্যাণী থানার পুলিশ এবং দমকলবাহিনী ওই ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। আতশবাজি তৈরির সময় শর্ট সার্কিট থেকে এই আগুন লেগে এই বিস্ফোরণ হয়েছে বলে পুলিশের অনুমান। এই বিস্ফোরণের ফলে কারখানার দেওয়াল ভেঙে পড়ে। বিস্ফোরণের সঠিক কারণ এবং সেখানে কেউ আটকে রয়েছে কি না, সেই বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। চলছে উদ্ধারকাজ এবং তদন্ত অভিযান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments