বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২৫
Homeবিনোদনহঠাৎ রেগে আগুন পাঞ্জাবি গায়ক দিলজিত, বললেন ‘দেশটা কারও বাপের না’

হঠাৎ রেগে আগুন পাঞ্জাবি গায়ক দিলজিত, বললেন ‘দেশটা কারও বাপের না’

নির্বিঘ্নে মিটেছে পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জ এর কলকাতা ও বেঙ্গালুরুর অনুষ্ঠান। একের পর এক চলবে অনুষ্ঠান পর্ব। ইন্দোরের অনুষ্ঠান সেরে পরবর্তী গন্তব্য চণ্ডীগড়। আর তারপর মুম্বাই। আর বছর শেষে গুয়াহাটিতে হবে গায়কের অনুষ্ঠান। তবে, ইন্দোরের অনুষ্ঠানে এবার গায়ককে নিয়ে শুরু হয় গোলমাল। অনুষ্ঠানের আগে বজরং দলের রোষের মুখে পড়েন দিলজিৎ।

আসলে বজরং দল, দিলজিতের অনুষ্ঠানে মদ বিক্রি বা মাংস খাওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করে। অনুষ্ঠান শুরুর আগেই বজরং দলের সদস্যেরা ওই অনুষ্ঠানস্থলে যাতে মদ বিক্রি না হয় সেই বিষয়েই নিশ্চিত করার কথা বলেছিলেন। এমনকি, দিলজিৎকে অনুষ্ঠানের আগেই তেলঙ্গনা সরকারের তরফে আইনি নোটিশ দেওয়া হয়েছিল। এরপর ইন্দোরের জনপ্রিয় কবি রাহাত ইন্দোওরির কবিতার থেকে পংক্তি নিয়ে মঞ্চে উঠেই পাল্টা জবাব দেন গায়ক।

তিনি গাইতে গাইতে নিজস্ব ভঙ্গিমায় রাহাত ইন্দোওরির কবিতার দুটি পংক্তি আউড়ে বলেন, ‘‘সভি কা খুন হ্যায় ইস মিট্টি মে শামিল, কিসি কি বাপ কা হিন্দুস্তান থোড়ি হাঁ?’’ এর বাংলায় অনুবাদ করলে হয়, ‘‘এই মাটিতে সকলের রক্ত মিশে রয়েছে, এই দেশ কারো বাবার নাকি?” গায়কের এহেন মন্তব্য নেটপাড়ার একাংশের মন জয় করে। ঠিক যেন কাঁটা দিয়ে কাঁটা তুললেন গায়ক দিলজিৎ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments