মঙ্গলবার, মার্চ ১১, ২০২৫
Homeবিনোদন‘খাকি ২’-তে পুলিশ অফিসারের চরিত্রে সৌরভ গঙ্গোপাধ্যায়

‘খাকি ২’-তে পুলিশ অফিসারের চরিত্রে সৌরভ গঙ্গোপাধ্যায়

চলতি মাসেই আসতে চলেছে জিৎ ও প্রসেনজিত অভিনীত নেটফ্লিক্স ওয়েব সিরিজ খাঁকি ২। এই ওয়েব সিরিজটি নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। খবর রয়েছে এই সিরিজে বাংলার দুই সুপারস্টার যথাক্রমে জিৎ ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। এই খবর পেয়ে সকলের মুখে ফুটেছে হাসি। সৌরভ গঙ্গোপাধ্যায়, গত মঙ্গলবার বারুইপুরের বিনোদিনী স্টুডিয়োয় শ্যুটিং করেছেন বলে খবর। এই সিরিজে খাঁকি পোশাকে, টানটান চেহারায় বাংলার মহারাজকে দেখে সকলের চোখ ধাঁধিয়ে যাবে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বারুইপুরের বিনোদিনী স্টুডিয়োয় ১২টা নাগাদ আসার কথা ছিল, তবে তিন তার বিলাসবহুল গাড়ি নিয়ে সাড়ে ১১টায় পৌঁছে যান স্টুডিয়ো চত্বরে।

এরপর তিনি মুখে মৃদু হাসি নিয়ে একটু দূরে রাখা শীতাতপ নিয়ন্ত্রিত মেকআপ ভ্যানে প্রবেশ করেন। মেকআপ ভ্যান থেকে নামতেই তাকে দেখে সকলে অবাক। পরনে খাকি উর্দি, সুঠাম চেহারা, চোখ ঢাকা অ্যাভিয়েটর রোদচশমায়, আর তাতে হালকা টিন্ট গ্লাস, দাঁড়ি-গোঁফ ছেটে দাদার ব্যক্তিত্ব বেড়েছে দ্বিগুণ। পুলিশি টুপি মাথায় চাপাতেই নিখুঁত পুলিশ অফিসার মনে হচ্ছে তাকে। জানা গেছে যে, খাঁকি ২-এর বিজ্ঞাপনী সিনেমার জন্য শ্যুট করেছেন দাদা। এই বিজ্ঞাপনী সিনেমার প্রযোজনায় শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। দেখা যাবে যে, ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক এক পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয়ে ইচ্ছুক এবং তিনি অভিনয়ের পরীক্ষা দিতে পুলিশি পোশাকে পরিচালকের সামনে উপস্থিত হন।

সেটের ভিতরে নকল থানা তৈরি করা হয়েছে। সেই শট দেওয়ার আগের মুহূর্তে আরো এক চমক। টেলিপাড়ার জনপ্রিয় পরিচালক অয়ন সেনগুপ্ত উপস্থিত হয়েছেন সেই শুটিংয়ে। তাকে পরিচালকে পোশাক পরে ক্যামেরায় চোখ রাখতে দেখা যাবে। এই চমকের সৌজন্যে অভিনেতা নির্বাচক অনিমেষ বাপুলি। আসলে জনপ্রিয় পরিচালক অয়ন সেনগুপ্ত আজকাল কাজ না পেয়ে, সংসার চালাতে ফুটপাথে খাবারের দোকান দিয়েছেন। অনিমেষ তাকে পরিচালকের আসনে ফিরিয়ে দিতে না পারলেও পরিচালকের ভূমিকায় অভিনয়ের সুযোগ করে দিয়েছেন। একা অয়ন নন, সৌরভের সঙ্গে ফ্রেম ভাগ করছেন দেবাশিস রায়ও। তাকে এই প্রোজেক্টে প্রোডাকশন বয়ের চরিত্রে।

এভাবেই নীরজ পাণ্ডের ওয়েব সিরিজ ‘খাকী ২’ তে দেখা যাবে একের পর এক চমক। উল্লেখ্য, সিরিজটির প্রথম পর্বে নীরজ বিহারের অপরাধ জগতের সঙ্গে সেখানকার প্রশাসনিক দিক দেখিয়েছিলেন। এবার দ্বিতীয় পর্ব জুড়ে বাংলার অন্ধকার দিক, অপরাধ জগৎ এবং পুলিশি ব্যবস্থার গল্প তুলে ধরেছেন। নীরজ পাণ্ডের এই ওয়েব সিরিজ চলতি বছরের ২০শে মার্চ মুক্তি পেতে চলেছে। এরইমধ্যে গত মঙ্গলবার সন্ধ্যায় মুক্তি পেয়েছে ট্রেলার। এই সিরিজে জিৎও প্রসেনজিৎ ছাড়াও রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, ঋত্বিক ভৌমিক, রাহুল দেব বোস।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments