গত বুধবার কলকাতায় ভারতের জাতীয় গ্রন্থাগারে আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে স্বাধীনতা আন্দোলনে ভারতীয় সংবাদপত্র এবং সম্পাদকদের ভূমিকা নিয়ে একটি জাতীয় স্তরের সেমিনারের আয়োজন করা হয়। জে অ্যান্ড এমসি, সিইউও, কোরাপুট বিভাগ দ্বারা আয়োজিত সেমিনারটি তে ডাঃ সৌরভ গুপ্ত, সহকারী অধ্যাপক ও এইচওডি (আই/সি), ডিজেএমসি স্বাগত ভাষণ উপস্থাপন করেন।
ভারতের বিভিন্ন অঞ্চলের সংবাদপত্র ও সম্পাদকদের ভূমিকা প্রতিষ্ঠা করার জন্য DJMC বইটি প্রকাশিত করা হবে যার সম্পাদনা করবেন ডঃ প্রণব কুমার সাহা এবং শ্রী ঋত্বিক কেআর মল্লিক, এছাড়াও বিশিষ্ট গবেষকেরা। ভারতের জাতীয় গ্রন্থাগারের মহাপরিচালক ডঃ অজয় প্রতাপ সিং ছিলেন সেমিনারের প্রধান অতিথি ।
ব্রিটিশ শাসনকালে স্বাধীনতা অর্জনের জন্য সংবাদপত্র কি ভূমিকা নিয়েছিল তা জানানোই ছিল এই সেমিনারটির উদ্দেশ্য। আয়োজিত এই সেমিনারে ভারতের একাধিক রাজ্যের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন এবং তারা নিজ নিজ অঞ্চলের সংবাদপত্রের ভূমিকা নিয়ে আলোচনা করেছিলেন।