Updated: 13 Feb 2023, 05:18 PM IST
Soumick Majumdar
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই ঋণের রিফাইন্যান্সের ফলে ভোডাফোন আইডিয়ার হাতে কিছু নগদ টাকা থাকবে। সেটা কাজে লাগিয়ে তারা ইন্ডাস টাওয়ার, এরিকসন এবং নোকিয়ার মতো সংস্থাগুলির বকেয়া শোধ করবে।
1/5 ঋণ রিফাইন্যান্স করার চেষ্টায় ভোডাফোন-আইডিয়া(Vi)। ভারতীয় স্টেট ব্যাঙ্ক, পঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক এবং HDFC ব্যাঙ্কের সঙ্গে আলোচনায় Vi কর্তারা। প্রায় ৩ থেকে ৪ হাজার কোটি টাকার ঋণ রিফাইন্যান্স করার চেষ্টা করা হচ্ছে। ইকোনমিক টাইমস সূত্রে মিলেছে এই খবর। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ) (HT Bangla/Soumick Majumdar)
2/5 প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই ঋণের রিফাইন্যান্সের ফলে ভোডাফোন আইডিয়ার হাতে কিছু নগদ টাকা থাকবে। সেটা কাজে লাগিয়ে তারা ইন্ডাস টাওয়ার, এরিকসন এবং নোকিয়ার মতো সংস্থাগুলির বকেয়া শোধ করবে। ফাইল ছবি: রয়টার্স (HT Bangla/Soumick Majumdar)
3/5 গত সপ্তাহেই, সরকারি বকেয়া মেটাতে ১৬,১৩৩ কোটি টাকার ইক্যুইটি শেয়ার বরাদ্দ করার পদক্ষেপে ছাড়পত্র দেয় ভোডাফোন আইডিয়া। এটি করা হলে সংস্থার ৩৩.৪৪ শতাংশ শেয়ারই চলে যাবে সরকারের হাতে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ) (HT Bangla/Soumick Majumdar)
4/5 এই পদক্ষেপের মাধ্যমে ভোডাফোন-আইডিয়ার বৃহত্তম শেয়ারহোল্ডার হয়ে দাঁড়াবে সরকার। গত ৬ ফেব্রুয়ারি এই অনুমোদন দেওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই ভোডাফোন আইডিয়ার শেয়ার এক ধাক্কায় ২৫% বৃদ্ধি পায়। ছবি : হিন্দুস্তান টাইমস বাংলা (HT Bangla/Soumick Majumdar)
5/5 গত বছর আদিত্য বিড়লা গ্রুপ সরকারকে সংস্থা চালানোর এবং প্রয়োজনীয় বিনিয়োগ আনার দৃঢ় প্রতিশ্রুতি দেয়। এরপর সরকার দেনাগ্রস্ত ভোডাফোন আইডিয়ার ১৬,১৩৩ কোটি টাকার বকেয়াকে ইক্যুইটিতে রূপান্তরিত করার সিদ্ধান্তে সায় দেয়। ফাইল ছবি: এএফপি (HT Bangla/Soumick Majumdar)
পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে