এবার যাদবপুর কাণ্ডে মুখ খুললেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। শুক্রবার একটি অনুষ্ঠানে এসে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। বিশ্ববিদ্যালয় একটি পড়াশোনার জায়গা। সেটাই মূল লক্ষ্য হওয়া উচিত। র্যাগিং যাতে না আর হয় সে ক্ষেত্রে কড়া পদক্ষেপ নিতে হবে।
গোটা ঘটনা নিন্দা করে প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, সুস্থ পরিবেশ ছাড়া কখনো একটি শিক্ষা প্রতিষ্ঠান সুস্থভাবে গড়ে উঠতে পারে না। অবিলম্বে অনৈতিক কাজকর্ম বন্ধ করাতে হবে।
যাদবপুর পড়ুয়া মৃত্যুর ঘটনা নিয়ে উদ্ধার হয়েছে সারা পশ্চিমবঙ্গ। এখনো পর্যন্ত নয় জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। শুক্রবার একজনকে হোস্টেলে নিয়ে গিয়ে সেই রাতের ঘটনার পুনঃনির্মাণ করেছে পুলিশ এবং আরো পড়ুয়াদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতিমধ্যেই দিন অফ স্টুডেন্টস রজত রায় এবং রেজিস্টার স্নেহ মঞ্জু বসুকেও জিজ্ঞাসাবাদ করেছে লালবাজার।
প্রসঙ্গত, গত বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রকে উদ্ধার করা হয় মৃত অবস্থায়। ছেলের মৃত্যুতে আবাসিকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন মৃত পড়ুয়ার বাবা। রামপ্রসাদ বাবুর অভিযোগের ভিত্তিতে একে একে প্রাক্তন এবং বর্তমান পড়ুয়াদের জিজ্ঞাসাবাদ করার জন্য দেখা হয়েছে লাল বাজারে এবং একে একে সমস্ত রহস্যের উন্মোচন ঘটছে।