Updated: 26 Feb 2023, 02:15 PM IST
Soumick Majumdar
Eimor Customs-এর তৈরি এই কাস্টম Royal Enfield Classic 350 সোশ্যাল মিডিয়ায় সকলের নজর কেড়েছে। সম্পূর্ণ নতুন পেইন্ট স্কিম , একজস্ট এবং সুক্ষ ডিটেইলিংয়ের মাধ্যমে বাজিমাত করেছেন মডিফিকেশন শিল্পীরা।
1/8 ইমোর কাস্টমস নামের এক সংস্থা সম্প্রতি একটি রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350-কে দারুণ মেকওভার দিয়েছে। বেশ রুচিশীল, মাসকুলিন ডিজাইনের কারণে তা সবার নজর কেড়েছে। ছবি: টুইটার (Instagram)
2/8 গাড়ির পেইন্ট স্কিম ম্যাট ব্ল্যাকের উপর। তাতে মেটালিক সোনালি রঙের স্ট্রাইপস। আর তাতেই এক দুর্দান্ত নিও-রেট্রো লুক এসেছে গাড়িটিতে। ছবি: ইনস্টাগ্রাম (Instagram)
3/8 কাস্টম ফুয়েল ট্যাঙ্কটিকেও ম্যাট পেইন্ট করা হয়েছে। তার উপর রয়েছে দুর্দান্ত পিন স্ট্রাইপের কাজ। এই ধরনের পেইন্ট ওয়ার্ক ভারতে খুব কমই দেখা যায়। ছবি: ইনস্টাগ্রাম (Instagram)
4/8 নতুন LED হেডল্যাম্প দেওয়া হয়েছে। এর পাশাপাশি রয়েছে টার্ন ইন্ডিকেটর এবং টেইল লাইটও পাল্টে দেওয়া হয়েছে এই মোটরসাইকেলে। ছবি: ইনস্টাগ্রাম (Instagram)
5/8 সিটটিও নতুন। কাস্টমাইজেশন সংস্থার দাবি, আর্গোনোমিকভাবে এটি তৈরি করা হয়েছে। ফলে লং রাইডের ক্ষেত্রেও আরামদায়ক। পিলিয়নের পিছনে রেস্টও দেওয়া হয়েছে। ছবি: ইনস্টাগ্রাম (Instagram)
6/8 ইঞ্জিনে কোন পরিবর্তন করা হয়নি। তবে এতেও কালো রঙ করে দেওয়া হয়েছে। একইভাবে কাস্টম একজস্টও কালো রঙ করা। ছবি: ইনস্টাগ্রাম (Instagram)
7/8 নতুন শক অ্যাবজরভারের কারণে, মোটরসাইকেলটি একটি আলাদা রকমের স্ট্যান্স এসেছে। ফলে চট করে ধরা যাবে না যে এটি ক্লাসিক 350 । মিটিয়র ভেবে অনেকে ভুল করবেন। ছবি: ইনস্টাগ্রাম (Instagram)
8/8 ফুয়েল ট্যাঙ্কে অ্যারিস-এর ছবি প্রিন্ট করা রয়েছে। অ্যারিস হলেন গ্রিক পুরাণের যুদ্ধ ও বীরত্বের দেবতা। ছবি: ইনস্টাগ্রাম (Instagram)
পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে