এপ্রিল মাস থেকে যে গরমের তাপদাহ শুরু হয়েছে তা থেকে এই মুহূর্তে মুক্তি পাবে না দক্ষিণবঙ্গের কোন মানুষ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহ এই ভাবেই চলবে এমনটাই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। শুধু তাই নয় উত্তর দিনাজপুর এবং মালদহ জেলাতেও একই ভাবে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
এই তীব্র তাপপ্রবাহের পূর্বাভাসের মধ্যেই দক্ষিণবঙ্গের ৫ জেলায় লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। যে সমস্ত জেলাগুলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে সেগুলি হল ঝাড়্গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান।
তীব্র গরম এবং উচ্চ তাপমাত্রা সঙ্গে নিয়ে জীবন অতিবাহিত করতে হচ্ছে সাধারণ মানুষ তাই এই মুহূর্তে সকলের মনে একটা প্রশ্ন, কবে থেকে শুরু হবে বৃষ্টি। নিদের পক্ষে কালবৈশাখী হলেও কিছুটা সমস্যার সমাধান হতো। কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই। উল্টে আগামী কয়েক দিনের তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী তিনদিন গানগেও পশ্চিমবঙ্গে তাপমাত্রা বাড়তে পারে আরো চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। দক্ষিণবঙ্গের ২০ টি জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রী ছাড়িয়ে গেছে ইতিমধ্যেই।
বুধবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস, যা আগামী দিনে আরো কিছুটা বাড়বে বলে আশঙ্কা করছেন আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা