অস্ট্রেলিয়ায় হেরে গিয়ে হেনস্থা শিকার হলেন পাকিস্তানের ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে গেছেন পাকিস্তান দলের ক্রিকেটাররা অস্ট্রেলিয়ায়। কিন্তু সেখানে পৌঁছে ভীষণ অপমানিত হতে হলো তাদের। অস্ট্রেলিয়ায় পৌঁছে পাক ক্রিকেটারদের নিজেদের জিনিসপত্র নিজেদেরই তুলতে হল ট্রাকে। কেউ এলো না সাহায্য করতে। ভিডিওটি ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ার পরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সমালোচনা করেছেন গোটা ভারতবর্ষের মানুষ।
ভিডিওতে দেখা যাচ্ছে বিমানবন্দরে পাক ক্রিকেটাররা পৌঁছলে কেউ এগিয়ে আসে না। সাধারণত দলের কর্মীরাই মালপত্র তুলে দেন বাসে। দলের ম্যানেজার এবং স্থানীয় ম্যানেজার সমস্ত দায়িত্ব পালন করেন নিপুন হাতে। কিন্তু এ ক্ষেত্রে দেখা গেল একেবারে উল্টো চিত্র। অস্ট্রেলিয়ার কোন প্রতিনিধিদের পাকিস্তান দলকে স্বাগত জানানোর জন্য এগিয়ে আসতে দেখা গেল না।
বিমানবন্দরে নেমে যদি এমন অবস্থা হয় তাহলে বাকি সিরিজে কি হবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। সচরাচর কোন দলের ক্রিকেটারদের এমন পরিস্থিতিতে পড়তে হয় না তাই নিজেদের জিনিসপত্র বাসায় ওঠাতে একটু অসুবিধা হয়েছে ক্রিকেটারদের। তবে এত কিছুর পরেও পাক ক্রিকেটাররা কোনরকম অসন্তুষ্ট হননি বরং সমর্থকদের সঙ্গে সেলফি তোলার আবদার মিটিয়েছেন তারা।
আগামী ১৪ ডিসেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম মাঠে নামবেন পাক ক্রিকেটাররা। এরপরে দুটি টেস্ট যেটি হবে ২৬ থেকে ৩০ ডিসেম্বর, মেলবোর্নে এবং ৩ থেকে ৭ জানুয়ারি সিডনিতে। পাকিস্তান কখনো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোন টেস্ট সিরিজ জেতেনি। সেই ইতিহাস বদলাবে কিনা সেটাই এখন দেখার।