শনিবার, অক্টোবর ১২, ২০২৪
Homeবিদেশফিলিপিন্সে ভূমিকম্প, জারি হয়েছে সুনামি সতর্কতা

ফিলিপিন্সে ভূমিকম্প, জারি হয়েছে সুনামি সতর্কতা

ফিলিপিন্সে হয়ে যাওয়া ভূমিকম্পের ফলে সুনামি সতর্কতা জারি করা হলো। বেসরকারি সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী জানা গেছে, আজ অর্থাৎ শনিবার ফিলিপিন্সে যে ভূমিকম্প হয়েছে তার রিখটার স্কেলে মাত্রা ছিল ৭.৫। মাটি থেকে মাত্র ৬৩ কিলোমিটার নিচে ছিল ভূমিকম্পের উৎস স্থল।

এই ভূমিকম্পের ফলেই জারি করা হলো সুনামি সর্তকতা। মধ্যরাতের আগেই সুনামির প্রথম ঢেউ আসার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। চলতে পারে বেশ কয়েক ঘন্টা। এমনিতেই ফিলিপিন্স অত্যন্ত ভূমিকম্প প্রবণ এলাকা।

গত মাসেই রিখটার স্কেলে ৬.৭ মাত্রার কম্পানি দক্ষিণ ফিলিপিন্সে আটজনের মৃত্যু হয়। আহত হয়েছেন ১৩ জন নাগরিক। ৫০টি বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তবে এবারের কোম্পানি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা এখনও জানা যায়নি। আহত অথবা নিহতের সংখ্যা স্পষ্ট নয়। তবে বারবার এমন ভূমিকম্প এবং সুনামির ফলে এই দেশটি যে কিছুটা হলেও নিরাপত্তাহীনতায় ভুগছে সেটা বলাই বাহুল্য।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments