আজ অর্থাৎ বুধবার ১৭ই জানুয়ারি থেকে চালু হয়ে গেলো কলকাতা থেকে অযোধ্যা দৈনিক বিমান পরিষেবা। এই নয়া বিমান পরিষেবায় চমক না থাকলেও এর মধ্যে লেগেছে রাজনীতির রং। আসলে অনেকের মতে, উত্তর ভারতের পাশাপাশি লোকসভা ভোটের আগে বিজেপি বাংলাতেও ‘মন্দির-হাওয়া’ তুলতে চায়, সেই কারণেই দেশের আরো পাঁচটি শহর থেকে অযোধ্যা পর্যন্ত সরাসরি বিমান পরিষেবা চালু হলেও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হাতে কলকাতার বিমানের প্রথম বোর্ডিং পাসটি তুলে দেওয়া হয়েছে। লোকসভার আসনের বিচারে দেশের তৃতীয় বৃহত্তম রাজ্য হলো পশ্চিমবঙ্গ। তাই আসন্ন লোকসভা ভোটে পশ্চিমবঙ্গ বিজেপির কাছে গুরুত্বপূর্ণ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় ৩৫টি আসন জেতার লক্ষ্য স্থির করেছেন। তাই বাংলায় ‘রামমন্দিরের হাওয়া’ তুলতে চাইছে বিজেপি। অযোধ্যায় রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠা নিয়ে গোটা দেশ জুড়ে উন্মাদনা তুঙ্গে। এই প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানকে ‘ভোটের আগে গিমিক’ বলে অভিহিত করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা আগামী ২২শে জানুয়ারি হাজরা মোড় থেকে মিছিল করে মমতা যাবেন পার্ক সার্কাস ময়দানে। তৃণমূলনেত্রীর নির্দেশ, ওই দিন সব জেলায়, সব ব্লকে সংহতি মিছিল করতে হবে। তৃণমূলের বক্তব্য, গেরুয়া শিবির বিভাজনের উদ্দেশে রাস্তায় নামতে চেষ্টা করবে। তৃণমূল পাল্টা মিছিল করবে সংহতির বার্তা নিয়ে। অযোধ্যায় রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠার আর পাঁচ দিন বাকি। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর থেকে অযোধ্যায় সরাসরি বিমান পরিষেবা চালু হচ্ছে।
বুধবার অযোধ্যা থেকে যথাক্রমে কলকাতা এবং বেঙ্গালুরুর সরাসরি বিমান পরিষেবা চালু হয়েছে। দিল্লি থেকে সবুজ ঝান্ডা নেড়ে বেঙ্গালুরু থেকে অযোধ্যা বিমানের সূচনা করেছেন অসামরিক বিমান পরিবহণমন্ত্রী জ্যোতিরাদিত্য শিন্ডে। এদিকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথের হাতে শোভা পেয়েছে শুধু কলকাতা থেকে অযোধ্যা উড়ানের বোর্ডিং পাস। এবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ হাসিমুখে বাঙালি তীর্থযাত্রীদের আহ্বান জানাচ্ছেন রামনগরী অযোধ্যায়। আগে বাংলার সঙ্গে অযোধ্যার যোগাযোগ ছিল দুন এক্সপ্রেস এবং জম্মু তাওয়াই এক্সপ্রেস ট্রেন দুটির মাধ্যমে। তাতে সময় লাগত কম দেড় দিন, তবে বিমান পরিষেবা চালু হওয়ায় কলকাতা থেকে অযোধ্যা পৌঁছতে এখন সময় লাগবে মাত্র দেড় ঘণ্টা।