ফের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এলো আমন্ত্রণপত্র। একথা স্বয়ং মুখ্যমন্ত্রী সোমবার জানিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কলেজে পড়াকালীন ভবানীপুরের মন্মথনাথ প্রাইমারি স্কুলে শিক্ষকতা করতেন। একসময় সেই স্কুল উঠে যেতে বসেছিল, যেটিকে কয়েক বছর আগে মুখ্যমন্ত্রী নতুন করে নির্মাণ করার দায়িত্ব দিয়েছিলেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে। গতকাল সেই স্কুলের উদ্বোধন করেন মমতা। দশম শ্রেণি পর্যন্ত সেই স্কুলের নাম হয়েছে ‘ভবানীপুর মডার্ন স্কুল’।
নতুন স্কুলভবনের উদ্বোধনী অনুষ্ঠানেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণ পাওয়ার কথা জানান মমতা। সোমবার ভবানীপুর মর্ডান স্কুলের ওই অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে, আগামী জুন মাসে ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার জন্য তিনি আমন্ত্রণ পেয়েছেন। আর এই আমন্ত্রণে তিনি সাড়া দেওয়ার কথা জানিয়ে বলেন, “এ বার আমি অক্সফোর্ডে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান। এটা এড়ানো যায় না।” এমনকি তিনি জানান যে, লন্ডন স্কুল অফ ইকনমিক্সের পড়ুয়ারা তাঁর সঙ্গে কথা বলতে চান।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে গত নভেম্বর মাসে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ওই সময় বিশ্ব বাণিজ্য সম্মেলনে অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর এবং সহ উপাচার্য জোনাথন মিকি উপস্থিত ছিলেন। আর সেখানে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে যান। জানা গেছে ওই আমন্ত্রণের অফিসিয়াল চিঠি গতকাল মমতার কাছে এসে পৌঁছেছে। উল্লেখ্য, মমতা এর আগেও অক্সফোর্ডের তরফ থেকে আমন্ত্রণ পেয়েছিলেন, কিন্তু বিশ্বের অন্যতম এই শিক্ষাপ্রতিষ্ঠানে তিনি নানা কারণে বক্তব্য রাখার সুযোগ পাননি।
মুখ্যমন্ত্রী এদিনের অনুষ্ঠানে রাজ্যের পড়ুয়াদের ইংরেজি পড়ার ব্যাপারে আরো বেশি আগ্রহী হওয়ার জন্যেও আবেদন জানিয়ে বলেন, ‘রাজ্যের পড়ুয়ারা বাংলা, ইংরেজি দুটোই পড়তে চায়। বাংলাতেও জোর দেওয়া হবে। ইংরেজিতেও জোর দেওয়া হবে। কারণ, ৩৪ বছর ইংরেজি না পড়ে আজকে যারা বড় জায়গায় কাজ করে তারা ভালো ইংরেজিতে ড্রাফট করতে পারে না। অনেক অফিসারদের ট্রেনিং দিতে হয়। আগামী দিনে যুব সম্প্রদায়কে এই সমস্যার যেন সম্মুখীন না হতে হয়।’