রবিবার, অক্টোবর ৬, ২০২৪
Homeকলকাতাবৃষ্টির পূর্বাভাস টানা চার দিন ধরে! কী বলছে আলিপুর হাওয়া অফিস? জানুন...

বৃষ্টির পূর্বাভাস টানা চার দিন ধরে! কী বলছে আলিপুর হাওয়া অফিস? জানুন বিস্তারিত

শীতের বিদায় পালা এলো বলে আর বসন্ত দোরগোড়ায় কড়া নাড়ছে, কিন্তু এই বছর শীত যেন যাওয়ার নামই নিচ্ছেনা। বেশ কয়েক দিন ধরে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হলেও বঙ্গবাসী মাঝে মাঝেই কনকনে ঠান্ডা আমেজ অনুভব করছেন। এবার এই তাপমাত্রার পারদের ওঠানামার মধ্যেই আলিপুর আবহাওয়া দফতর জানালো বৃষ্টির পূর্বাভাসের কথা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে, আগামী মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মাঝারি বৃষ্টি হতে পারে। আর এই বৃষ্টির রেশ থাকতে পারে শুক্রবার পর্যন্ত।

উত্তরের একাধিক জেলাতেও এই বৃষ্টির সম্ভবনা রয়েছে বলে জানানো হয়েছে যাওয়া অফিসের তরফ থেকে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলার কয়েকটি এলাকায় মঙ্গলবারের হালকা বৃষ্টি হতে পারে। বুধবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার কয়েকটি এলাকায়। বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলা। বৃহস্পতি এবং শুক্রবার কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস।

শনিবার থেকে বৃষ্টি থামলে এই আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে। আবার অন্যদিকে উত্তরের সমস্ত জেলায় মঙ্গলবার থেকে শুষ্ক আবহাওয়া থাকলেও বুধবার থেকে ছিটেফোঁটা বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। বুধবার দক্ষিণ দিনাজপুর জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি মালদহ জেলায় বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে এবং মালদহ জেলার কয়েকটি এলাকায় বৃহস্পতি ও শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পর শীত বিদায় নিতে পারে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস এবং তাপমাত্রা বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে।

গোটা রাজ্য জুড়ে এই বৃষ্টির পর তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলেও জানানো হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। গতকাল রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস আর আজ সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে এক ডিগ্রি সেলসিয়াস কম। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস এবং সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments