রবিবার, অক্টোবর ৬, ২০২৪
Homeকলকাতাফের বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ, পুজোর আগে বৃষ্টির কবলে পড়তে চলেছে...

ফের বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ, পুজোর আগে বৃষ্টির কবলে পড়তে চলেছে রাজ্য

পুজো আসতে আর মাত্র কয়েকটা দিন বাকি। আর এবার দুর্গাপুজোর আগে ফের বৃষ্টির সম্ভবনা জানালো আলিপুর আবহাওয়া দফতর। আসলে, হাওয়া অফিস জানিয়েছে যে, আগামী সোমবার বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হতে পারে, তবে তা কতখানি শক্তিশালী এবং কোন দিকে থাকবে তার অভিমুখ, সেই বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। তবে, হাওয়া অফিস মনে করছে যে আগামী কয়েক দিনের মধ্যেই এই বিষয়ে খবর জানানো যাবে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে।

গত রবিবার, কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম প্রভৃতি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে, যার জেরে এই আট জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা, তবে রাজ্যের কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস পাওয়া যায়নি এখনো পর্যন্ত। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। জানা গেছে কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে শুকনো আবহাওয়া বিরাজ করবে।

নিম্নচাপের জেরে গত শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে টানা বৃষ্টি হয়েছিল। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং ওড়িশা উপকূল-সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইছিল ঝোড়ো হাওয়া। গত সোমবার সন্ধ্যার পর থেকে পরিস্থিতি বদলেছে। বৃহস্পতিবার রাতে পাঞ্চেত এবং মাইথন জলাধার থেকে মোট ৫০ হাজার কিউসেক জল ছেড়েছে ডিভিসি। জলমগ্ন হয়েছে মেদিনীপুর, হাওড়া এবং হুগলির বিস্তীর্ণ অংশ। শুকনো আবহাওয়া থাকলে এবং জলাধারগুলি থেকে জল ছাড়ার পরিমাণ কমলে বন্যা পরিস্থিতি খানিক নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে, তবে আগামী সপ্তাহে নতুন নিম্নচাপ তৈরি হলে ফের বৃষ্টির সম্ভবনা দেখা দিতে পারে, যার জেরে প্লাবিত হয়ে আশঙ্কা থাকছে রাজ্যের একাংশে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments