মুক্তি পেয়েছে ‘পুষ্পা ২: দ্য রুল’। বৃহস্পতিবার পর্যন্ত দেশের বক্স অফিসে সব ভাষা মিলিয়ে প্রায় ৬৯০ কোটি টাকার ব্যবসা করেছে ‘পুষ্পা ২’। তবে, সেখানে নেই বাংলা ভাষা। যদিও সিনেমাটি বাংলা ভাষায় মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু সেই সিদ্ধান্ত শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। এখন প্রশ্ন উঠছে, ভবিষ্যতে কোনো বড় প্রজেক্ট আদৌ বাংলায় ডাব করা হবে কিনা। নির্মাতারা ঘোষণা করেছিলেন সুকুমার পরিচালিত অল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমাটি তেলুগুর পাশাপাশি আরো কয়েকটি আঞ্চলিক ভাষা যথাক্রমে হিন্দি, তামিল, কন্নড়, মালয়ালম এবং বাংলা ভাষায় মুক্তি পাবে।
দেশের অন্যান্য রাজ্যে স্থানীয় ভাষায় ‘পুষ্পা ২’ সিনেমাটি মুক্তি পেলেও পশ্চিমবঙ্গে এই সিনেমাটি শুধুমাত্র তেলুগু এবং হিন্দিতে মুক্তি পেয়েছে। যদিও নির্মাতারা বাংলায় সিনেমার ডাবিং করিয়েছিলেন। বাংলায় সিনেমার ট্রেলার প্রকাশ করা হয়, বাংলার শিল্পীদের দিয়ে গাওয়ানো সিনেমাটির বেশ কয়েকটি গানও মুক্তি পায়। সিনেমাটিতে গান গেয়েছেন শ্রেয়া ঘোষাল, তিমির বিশ্বাস, উজ্জয়িনী মুখোপাধ্যায় এবং অর্পিতা চক্রবর্তী প্রমুখ শিল্পীরা, তবুও সিনেমাটি কেনো বাংলা ভাষায় কেন মুক্তি পেল না এই খোঁজ করতে জানা যায় যে, নভেম্বর মাসের মাঝামাঝি কলকাতাতে ‘পুষ্পা ২’-এর ডাবিংয়ের কাজ শুরু হয়।
অন্য ভাষার ডাবিংয়ের জন্য যা সময় বরাদ্দ ছিল, সেই তুলনায় অনেকটা কম সময় বাংলার কাজ শেষ করতে হয়। প্রথমে হায়দরাবাদের একটি সংস্থার অধীনে ডাবিংয়ের কাজ শুরু হয়, কিন্তু পরে কবি শ্রীজাতর কাছে আসে সেই কাজ। সিনেমার গান লেখা থেকে শুরু করে বাংলা চিত্রনাট্য সবই তার লেখা। এমনকি সিনেমাটির বাংলা সংস্করণে কারা গান গাইবেন তার জন্য অডিশন পর্বও চলে বলেও খবর। ‘পুষ্পা ২’ সিনেমার নির্মাতারা বাংলার ক্ষেত্রে পরিচিত তারকার কণ্ঠের পরিবর্তে, যারা নিয়মিত ডাবিং করেন, সেই সকলপেশাদার কণ্ঠশিল্পীদেরই ব্যবহার করেছেন বাংলায় সিনেমাটির ডাবিংয়ের জন্য।
বাংলায় ডাবিং শিল্পীদের যে গতিতে কাজ করতে হয়েছে, তাতে কাউকে হাসপাতালে ভর্তি করানো হয়, কেউ আবার কাজের চাপে নিজের বিয়ের প্রস্তুতিই ঠিক ভাবে নিতে পারেননি বলে জানা গেছে। সিনেমাটির বাংলা সংস্করণে অল্লু অর্জুনের কণ্ঠের জন্য নির্বাচিত হন শুভায়ন রায়, রশ্মিকা মন্দানার চরিত্রের ডাবিংয়ের জন্য নির্বাচিত হন দেবশ্রী মুখোপাধ্যায়, ফওয়াদ ফাসিলের কণ্ঠ ডাব করেন অর্ঘ্যমাল্য। জানা গেছে যে, ‘পুষ্পা ২’-এর বাংলা সংস্করণের ডাবিং শিল্পীরা এখনো পারিশ্রমিক পাননি। যদিও আগামী কয়েক দিনের মধ্যে তারা পারিশ্রমিক পেয়ে যাবেন জানা গেছে।