মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪
Homeখেলাক্রিকেটকানাডার বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ৮ পর্বে রোহিতদের প্রথম একাদশে জোড়া বদল,...

কানাডার বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ৮ পর্বে রোহিতদের প্রথম একাদশে জোড়া বদল, জেনে নিন

রোহিত শর্মারা শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপের শেষ ম্যাচ খেলতে নামতেন। সেই ম্যাচ ভেস্তে যায় শেষ মুহূর্তে। পয়েন্ট ভাগ হয়ে যায় দুই দলের মধ্যে। ফ্লোরিডায় ভারতীয় দলের প্রতিপক্ষে রয়েছে গ্রুপের পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে থাকা কানাডা, যাদের বিরুদ্ধে ম্যাচ খেলতে প্রথম একাদশে দুটি বদল করতে পারে ভারতীয় দল। এই পরিবর্তন করা হবে মূলত প্রথম একাদশের বাইরে থাকা ক্রিকেটারদের সুপার ৮ পর্বের আগে ম্যাচ খেলার সুযোগ করে দিতে। ওপেনিং জুটিতে কানাডার বিরুদ্ধে কোনও পরিবর্তন হবে না।শুরুতে নামবেন রোহিত ও বিরাট কোহলি। তিন নম্বরে নামবেন উইকেটরক্ষক তথা ব্যাটার ঋষভ পন্থ, ব্যাটিং অর্ডারের চার নম্বরে থাকবেন সূর্যকুমার যাদব, পাঁচ নম্বরে থাকবেন সহ-অধিনায়ক হার্দিক পাণ্ড্য।

কানাডার বিরুদ্ধে ভারতীয় দলের ব্যাটিং অর্ডারের প্রথম পাঁচটি জায়গা অপরিবর্তিত থাকছে, তবে ব্যাটিং অর্ডারের ছয় নম্বরে হতে পারে পরিবর্তন। কানাডার বিরুদ্ধে ম্যাচে মুম্বইয়ের অলরাউন্ডার শিবম দুবেকে বিশ্রাম দেওয়া হবে এবং তার পরিবর্তে আইপিএলে ফর্মে থাকা উইকেটরক্ষক-ব্যাটার সঞ্জু স্যামসন ম্যাচ খেলবেন। এরপর সাত নম্বরে নামবেন রবীন্দ্র জাডেজা। যদিও জাডেজা, টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনো তেমন কিছু করতে পারেননি, তবে সুপার ৮এ তার ভূমিকাও গুরুত্বপূর্ণ হবে বলেই মনে করা হচ্ছে। ব্যাটিং অর্ডারের আট নম্বরেও কোনো পরিবর্তন হবে না, সেখানে খেলবেন অক্ষর পটেল।

ভারতীয় শিবির, ফ্লোরিডার ব্যাটিং সহায়ক উইকেট এবং স্পিনারদের বিরুদ্ধে কানাডার ব্যাটারদের দুর্বলতা মাথায় রাখছে, তাই মহম্মদ সিরাজের পরিবর্তে প্রথম একাদশে আসবেন কুলদীপ যাদব। তিনি ব্যাটিং অর্ডারের নয় নম্বরে থাকছেন। ব্যাটিং অর্ডারের দশ নম্বরে থাকবেন বোলার যশপ্রীত বুমরা এবং একাদশে থাকবেন আরশদীপ সিংহ। টি-টোয়েন্টি বিশ্বকাপে এই দুই বোলার ফর্মে রয়েছেন। তারা নিয়মিত উইকেট নিচ্ছেন। ভারতীয় দল আগেই সুপার ৮এ জায়গা নিশ্চিত করে নিয়েছে। কানাডার বিরুদ্ধে এই ম্যাচই এখন প্রয়োজনীয় পরীক্ষা সেরে নেওয়ার সেরা সুযোগ হতে চলেছ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments