বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪
Homeকলকাতানকল পাসপোর্টে পার্ক স্ট্রিটের হোটেলে চাকরি, ধৃত বাংলাদেশি

নকল পাসপোর্টে পার্ক স্ট্রিটের হোটেলে চাকরি, ধৃত বাংলাদেশি

গত শুক্রবার রাতে, পার্ক স্ট্রিটের একটি হোটেল থেকে বাংলাদেশের এক নাগরিক গ্রেফতার। পুলিশ জানিয়েছে যে, গত শুক্রবার রাতে তাকে পার্ক স্ট্রিট থানার হাজতে রাখা হয় এবং শনিবার সেলিমকে আদালতে তুলে তদন্তের জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। পুলিশ আরো জানিয়েছে যে, ওই ব্যক্তি প্রায় দুই বছর আগে বেআইনি ভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন। এরপর নাম বদলে জাল ভারতীয় পাসপোর্ট বানিয়ে পার্ক স্ট্রিটের হোটেলে কাজ নেন।

পুলিশ সূত্রে আরো জানা গেছে যে, ধৃত ওই ৪২ বছরের বাংলাদেশি নাগরিকের নাম সেলিম মাতব্বর। তার কাছ থেকে একটি ভারতীয় পাসপোর্ট উদ্ধার করেছে পুলিশ। এমনকি তার আধার কার্ডের জেরক্সও পাওয়া গেছে, যেখানে তার নাম রয়েছে রবি শর্মা। ওই ব্যক্তির পাসপোর্টে জন্মস্থান হিসেবে রাজস্থান লেখা রয়েছে এবং দিল্লির একটি ঠিকানাও রয়েছে। বর্তমানে পুলিশ বিষয়টি তদন্ত করছে। কলকাতা পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তি সেলিমকে জেরা করার সময় সেলিম জানান যে, তার বাড়ি বাংলাদেশের মাদারিপুরে। সেখানে তিনি একটি রাজনৈতিক দলের সঙ্গে সক্রিয় ভাবে যুক্ত ছিলেন।

রাজনৈতিক ঝামেলার কারণে তিনি তার বাড়ি ছেড়ে এদেশে চলে আসেন। তিনি দুই বছর আগে বেআইনি ভাবে সীমান্ত পেরিয়ে নদিয়া জেলায় ঢুকেছিলেন। এরপর ভুয়ো তথ্য দিয়ে ভারতীয় পাসপোর্ট বানিয়ে নেন। এরপর কলকাতায় চলে আসেন। পার্ক স্ট্রিট এর মারকুইস স্ট্রিটের একটি হোটেলে তিনি নিজের নাম ভাঁড়িয়ে চাকরি নেন। এমনকি পুলিশ জানতে পেরেছে যে, সেলিম অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিকদের ভারতীয় নাগরিকত্বের নথি বানানোর কাজেও জড়িত রয়েছেন। এখন সন্দেহ করা হচ্ছে যে, সেলিমের সঙ্গে কোনো আন্তর্দেশীয় অপরাধচক্রের যোগাযোগ থাকতে পারে। সেলিমের পাসপোর্টে উল্লিখিত রাজস্থান এবং দিল্লির ঠিকানাতেও এখন খোঁজ নেওয়া হচ্ছে।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments