বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
Homeবিনোদনকলকাতায় উপস্থিত দিলজিৎ,অনুষ্ঠানে অনুরাগীর আর্জি শুনে গায়ক করলেন এই কাজ

কলকাতায় উপস্থিত দিলজিৎ,অনুষ্ঠানে অনুরাগীর আর্জি শুনে গায়ক করলেন এই কাজ

দিল্লি, জয়পুর, হায়দরাবাদ, আমদাবাদ, লখনউ, পুণে ঘুরে এবার চলতি বছরের ২৭ শে নভেম্বর কলকাতায় এসেছেন পাঞ্জাবি পপস্টার দিলজিৎ দোসাঞ্জ। কলকাতায় ৩০শে নভেম্বর শনিবার তার গানের অনুষ্ঠান। দিলজিতের প্রায় প্রতিটি অনুষ্ঠানের টিকিট নিয়ে মারামারির উপক্রম হয়। তবে, কলকাতায় দিলজিতের এক অনুরাগী দিলজিটের অনুষ্ঠান দেখতে চেয়ে কাতর আর্জি জানান।

আসলে মনিন্দর সিংহ নামের এক অনুরাগী দিলজিতের এক্স হ্যান্ডলে টিকিট জোগাড় করে দেওয়ার অনুরোধ জানান। তিনি লেখেন, ‘বহু বছর ধরে কলকাতায় আপনার অনুষ্ঠানের অপেক্ষা করছি। এবার শেষমেশ যখন শহরে আপনার অনুষ্ঠান হচ্ছে, তখন আমি একটাও টিকিট পেলাম না! মুহূর্তের মধ্যেই সব টিকিট শেষ। আমাকে দয়া করে ৩০ নভেম্বরের দুটো টিকিটের ব্যবস্থা করে দেবেন। আমি আর বোন যাব অনুষ্ঠান দেখতে।’

অনুরাগীর এহেন আর্জিতে সাড়া দিয়ে দিলজিৎ সেই পোস্ট শেয়ার করে লেখেন, ‘আচ্ছা, ব্যবস্থা হয়ে যাবে মনিন্দর।‘ গায়কের এমন উদার মন দেখে প্রশংসায় পঞ্চমুখ হন অনুরাগীরা। কেউ তাকে ‘দিলদার’ তকমা দেন, কেউ আবার বলেন, ‘সত্যিই আপনি অনেক বড় মনের মানুষ।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments