সায়ন নন্দী, কলকাতা : বলিউড , মুম্বাই সর্বকালের স্বপ্ননগরী ভারতবর্ষের অন্যান্য আঞ্চলিক মানুষ দের জন্য। আর সেই স্বপ্ননগরী তে বাংলা ছবিকে নিয়ে পৌছাতে চলেছেন ,বাংলা সিনেমার ইতিহাসে প্রথমবার , বাংলার প্রথম সারির নায়ক অভিনেতা ( মুখে নয় , কাজে ) জিৎ। সামনের ঈদে বাংলা তে মুক্তি পেতে চলেছে জিৎের চেঙ্গিজ। সেই ছবি টি এখন আর শুধু বাংলা তে নয় , হিন্দি ডাবিং য়ের পর মুক্তি পেতে চলেছে বলিউডে ও।
ছবিটি র হিন্দি তে ডাবিং করে বলিউডে মুক্তি দিতে সম্পূর্ন দায়িত্ব নিয়েছে AA Films. এই প্রযোজনা সংস্হার রেকর্ডবুক অত্যন্ত ই ঈর্ষনীয় । কেজিএফ চ্যাপ্টার ওয়ান ও টু , পুস্পা , কান্তারা ,বাহুবালি ১ ও ২ এর মতো আঞ্চলিক ছবি গুলি এই সংস্হার হাত ধরেই বলিউডে পা রেখেছিল এবং তার পরর্বতী ইতিহাস এই ছবি গুলির ক্ষেত্রে সকলেরই জানা। বলিউড সহ সারা দেশে সিনেমা জগৎে মাইলস্টোনে পরিবর্তিত হয়।
AA Films , সেই সমস্ত আঞ্চলিক সিনেমা গুলি কেই বলিউডে হিন্দি ভার্সানের জন্য বিনিয়োগ করে , যেগুলি ব্যবসায়িক দিক থেকে সাফল্য পাওয়ার নিরিখে উজ্জ্বল ভবিষ্যৎের অঙ্গীকারবদ্ধ থাকে। যদিও এই সিনেমার গল্প লিখেছেন নীরজ পান্ডে। বলিউডে তার হাত ধরেই এসেছে Special 26 , M S Dhoni the untold story এর মতো ঐতিহাসিক ছবি গুলি। জিৎ এবারে কোনো রকম ত্রুটি রাখছেন না , তার নতুন ছবি কে সাফল্যের মুখ দেখানোর চেষ্টা তে। কালীঘাটের যে ছেলে একসময় ক্যারামের বোর্ডে ঝড় তুলতো , সে আরব সাগরের পাড়ে পাড়ি জমাচ্ছে কষ্টি পাথরে নিজের ভাগ্য যাচাই করতে। জিৎের সামনের লড়াই অনেক কঠিন , কারন ঈদে বলিউডে তার মুখোমুখি তে থাকবে বলিউডের ভাইজান সালমান খানের সিনেমা কিসি কা ভাই কিসি কা জান। কিন্তু তার সাথে এটাও দেখার AA Films এর আগের সফলতার ধারা অনুযায়ী জিৎের চেঙ্গিজ শুধু বাংলা তে নয় , সারা ভারতে কতটা ছাপ ফেলতে পারে। সিনেমা জগৎের মানুষেরা শুধু সিনেমা তে মন দিলে কতটা দূর নিজের গন্তব্য ঠিক করতে পারে , তার অন্যতম উদাহরন হয়ে থেকে যাবেন কালীঘাটের ছেলে জিৎ।