জঙ্গিদের ভয়ানক মৃত্যুর দাবি পরিবারের সদস্যদের। জম্মু কাশ্মীরের পুঞ্চে যে জঙ্গি হামলা হয়েছে তাতে নিহত ৫ জনের পরিবারের এমনই দাবি। এক লহমায় সবটুকু শেষ হয়ে গেল তাদের। নিহত চারজন ছিলেন পাঞ্জাবের ও একজন উড়িষ্যার।নিহত হয়েছেন যারা তাঁরা হলেন ল্যান্স নায়েক দেবাশীষ বিস্বাল, হাবিলদার মনদীপ সিংহ ল্যান্স নায়েক কুরবন্ত সিংহ সিপাহী সেবক সিংহ সিপাহী হরকিষন সিংহ। হরকিষন, সেবক সিংহ, মনদীপ এবং কুলবন্ত এই চারজন ছিলেন পঞ্জাবের বাসিন্দা আর উড়িষ্যার পুরীর বাসিন্দা হলেন দেবাশীষ। যিনি পুরীর অলিগুম গ্রামের বাসিন্দা।
প্রত্যেকটি পরিবারই এখন শোকের ছায়া যা বলার অপেক্ষা রাখে না। দেবাশীষের সাত মাসের এটি কন্যা সন্তান আছে। তবে তিনি তাঁর এলাকাতেও সমাজ সেবামূলক কাজের সাথে যুক্ত ছিলেন। কুলবন্ত সিংহ পাঞ্জাবের মোগা জেলার চারিক গ্রামের বাসিন্দা। তাঁর পরিবারেও শোকের ছায়া। তাঁর একটি চার মাসের পুত্র সন্তান ও দেড় বছরের এক কন্যা সন্তান আছে। সেবক সিংহ ভাতিন্ডার ওয়াঘা গ্রামের বাসিন্দা। তাঁর পরিবারে রয়েছে তাঁর বাবা মা দুই বোন। প্রত্যেকেই শোকে পাথর হয়ে গিয়েছে।
২৫ বছর বয়সী সিপাহী হরকিষন সিংহ পাঞ্জাবের গুরুদাসপুরের ফতেহগড় চুড়িয়া গ্রামের বাসিন্দা ছিলেন। তাঁর পরিবারে দেড় বছরের একটি কন্যা সন্তান রয়েছে। এছাড়াও তাঁর স্ত্রী সন্তানসম্ভবা। হাবিলদার মনদীপ সিংহয়ের দুটি পুত্র একজন কুশদীপ পঞ্চম শ্রেণীতে পড়ে, অপর জন করনদীপ দ্বিতীয় শ্রেণীতে এ পড়ে।এ সমস্ত করুন চিত্রগুলি দেখে বাক্যহারা হওয়া ছাড়া হয়তো উপায় নেই কারণ এ ক্ষতির কোন ক্ষতিপূরণ নেই।