বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
Homeবিনোদনগ্যালারিতে প্যালেস্টাইনের পতাকা নিয়ে আসায় ধরে নিয়ে গেল পুলিশ

গ্যালারিতে প্যালেস্টাইনের পতাকা নিয়ে আসায় ধরে নিয়ে গেল পুলিশ

ইডেনের গ্যালারিতে উড়ছে প্যালেস্টাইনের পতাকা এমনই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া। সেই ছবি দেখে অনেকেই হতবাক হয়ে গিয়েছেন, নানান বিতর্কও তৈরি হয়। জানা গিয়েছে পুলিশ গ্রেপ্তারও করেছেন বেশ কয়েকজনকে। ব্লকডি থেকে দুজনকে গ্রেপ্তার করা হয় এবং ৬ নম্বর গেট থেকে দুজনকে।

আজ মঙ্গলবার ইডেনে ছিল বাংলাদেশ ও পাকিস্তান ম্যাচ। ইতিমধ্যেই কলকাতায় বিশ্বকাপের খেলা চলছে। আগামী দিনেও বেশ কয়েকটা ম্যাচ রয়েছে ইডেন গার্ডেন্সে হতে চলেছে। এদিন বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচে চলাকালীন বেশ কয়েকজন যুবকরা মিলে ইডেনের গ্যালারিতে ওড়াতে দেখা গিয়েছিল প্যালেস্টাইনের পতাকা। শুধুমাত্র গ্যালারিতে নয় ইডেনে ঢোকার গেটেও সে পতাকা উড়তে দেখা গিয়েছিল। লাল কালো সাদা সবুজের পতাকা। যে চারজনকে এ বিষয়ে গ্রেফতার করা হয়েছে তারা আপাতত ময়দান থানার পুলিশ হেফাজতে।

আজ মঙ্গলবারের ম্যাচে বাংলাদেশের বহু নাগরিককে ইডেন গার্ডেনসের মাঠেও দেখা গিয়েছে। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে নেমে পুলিশ জানতে পারে যারা এ কাণ্ড ঘটিয়েছে তাঁরা মূলত গাজা ইজরাইলের হামলার বিরুদ্ধে প্রতিবাদ করতেই এহেন পদক্ষেপ নেয়। গত ৭ই অক্টোবর ইজরায়েলে মর্মান্তিক ঘটনা। ইসরাইলের ভূখণ্ডকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে হামাস। হামাস হলো প্যালেস্টাইনের অস্ত্রধারী গোষ্ঠী। সেই হামলায় প্রায় ১৪০০ জন নিহত হয়। তবে হামাসের পাল্টা জবাব দেয় ইজরায়েল সেনা। তাদের হামলায় প্রাণ হারায় প্রায় ৮০০০ জন যার মধ্যে রয়েছে অর্ধেকের বেশি শিশু। এই নিয়ে কম কিছু জল ঘোলা হয়নি, বিভিন্ন তর্ক-বিতর্ক এবং রাষ্ট্রপুঞ্জের ভোটাভুটি থেকে নিজেকে একপ্রকার সরিয়ে রেখেছে ভারত। তা নিয়ে ভারত সরকারকে কটাক্ষ করতে ছাড়েননি কংগ্রেসসহ বিরোধীরা। তবে আগামী দিনে এই ঘটনা কোনদিকে মোড় নেয় তার দিকে নজর থাকবে আমাদের সকলের।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments