শনিবার, অক্টোবর ১২, ২০২৪
Homeখেলাতিনটি ম্যাচ খেলে কী বললেন শামি?

তিনটি ম্যাচ খেলে কী বললেন শামি?

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে চার উইকেট, নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ উইকেট, শ্রীলংকার বিরুদ্ধে আবারো পাঁচ উইকেট। বিশ্বকাপ যত এগিয়ে চলেছে তত খবরের শিরোনাম ছিনিয়ে নিচ্ছেন মহাম্মদ শামি। নিউজিল্যান্ডের পর এবার শ্রীলংকার ম্যাচেও সেরা ক্রিকেটার হয়ে উঠলেন শামি।

ম্যাচের সেরা পুরস্কার নিতে এসে শামি বলেন, সবসময় আমি চেষ্টা করি সঠিক এলাকায় বল করতে। স্বাচ্ছন্দে খেলতে চাই। বড় প্রতিযোগিতায় ছন্দ যদি একবার হারিয়ে যায় সেক্ষেত্রে তা ফিরে পাওয়া খুব মুশকিল। আমার লক্ষ্য থাকে সঠিক এলাকার এবং নির্দিষ্ট লেনথে বল করা। সাদা বলে ক্রিকেটে ছন্দ ধরে থাকাই আসল তাই সেটাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ।

পুরস্কার নিয়ে সতীর্থদের ধন্যবাদ জানিয়ে শামি বলেন, পেসারদের কাছে ধারাবাহিকতা বজায় রাখা ভীষণ মুশকিল। যে ছন্দের মধ্যে আমরা আছি সেখানে প্রত্যেকে একে অপরের সাফল্য উপভোগ করছি। আমরা একতা নিয়ে বল করেছি তাই ফলাফল আপনাদের সকলের সামনে উঠে এসেছে স্পষ্টভাবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments