শুধুমাত্র আর্থিক অবস্থা ভালো হলেই মেয়েদের বাবার স্বঅর্জিত সম্পত্তি থেকে আর বঞ্চিত করা যাবে না। সোমবার এক মামলার শুনানিতে তেলেঙ্গানা হাইকোর্ট এমন একটি সিদ্ধান্ত নিয়েছেন। শুধু তাই নয়, বাবার সম্পত্তিতে মেয়েদের অধিকার কখনোই অস্বীকার করা যায় না বলে জানিয়েছেন তেলেঙ্গানা হাইকোর্ট।
সোমবার এক মামলার শুনানিতে তেলেঙ্গানা হাইকোর্টে পৈত্রিক সম্পত্তির অধিকার নিয়ে মামলা করেছিলেন এক মহিলা। ওই মহিলার দাবি ছিল, যেহেতু তার অর্থনৈতিক অবস্থা ভালো তাই বাবার সম্পত্তি থেকে তাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে।
মহিলার দাদা আদালতে জানিয়েছেন, তাদের বাবাই নাকি উইল করে বোনকে সম্পত্তি থেকে বাদ দিয়ে দিয়েছেন। বাদ দেওয়ার কারণ হিসাবে বোনের অর্থনৈতিক স্বচ্ছলতাকেই তুলে ধরা হয়েছে। এই মামলায় মেয়েটির অর্থনৈতিক স্বচ্ছলতার যুক্তিকে একেবারেই মেনে নেননি আদালত।
অভিযোগকারীনির দাদার বক্তব্য ছিল, বোনের বিয়ের সময় তাদের বাবার সম্পত্তির একটি অংশ যৌতুক হিসেবে দেওয়া হয়েছিল বোনকে। এরপর কি করে তার বোন সম্পত্তির ভাগ চায়? কিন্তু এই মামলার শুনানিতে হাইকোর্ট বলে, বিয়ের সময় ওই মহিলাকে যে সম্পত্তির অংশ যৌতুক হিসেবে দেওয়া হয়েছিল তার কোন প্রমাণ নেই।
আদালত আরো জানায়, যৌতুক হিসেবে যদি কিছু দেওয়া হয়ে থাকেও সে ক্ষেত্রেও মেয়েকে বাবার সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করা যায় না। এই মামলায় আদালত ওই মহিলার মায়ের সাক্ষীর ওপর জোর দিয়েছে। মামলাকারীর মা ট্রায়াল কোর্টে একটি লিখিত বিবৃতি দিয়ে জানিয়েছেন, তার উভয় সন্তানই মৃত বাবার স্বঅর্জিত সম্পদের সমান ভাগ পাবেন।