অপ্রতিরোধ্য মাহি! এই মাহিকেই দেখার জন্য দর্শকরা বসে থাকেন। তবে এবারে ম্যাচে যেন একটু উপরি পাওনা পাওয়া গেল কারণ যখন নিজের প্রতিদ্বন্দ্বী নিজেই হওয়া যায় এবং সে প্রতিদ্বন্দ্বিতায় যখন নিজের রেকর্ড নিজে ভেঙে আরও এক নজিরবিহীন রেকর্ড করা যায় তার মধ্যে এক আলাদাই আনন্দ, আলাদাই অনুভূতি। তেমনই করলেন মহেন্দ্র সিং ধোনি।
নিজে যে সর্বকালের শ্রেষ্ঠ অধিনায়ক তা তিনি নিজেই প্রমাণ করলেন। এবারের আইপিএল এর ফাইনালে দেখা যাবে চেন্নাই সুপার কিংসকে কিন্তু সেই ফাইনালে ওঠার যে লড়াই ম্যাচ তাতে নিজেই নিজের রেকর্ড ভেঙে আরো এক রেকর্ড করলেন। এবারে মাহি বিরাটের লড়াইকে ছাপিয়ে গিয়ে রেকর্ড করলো মাহি হার্দিক জুটি। প্রথম কোয়ালিফাই ম্যাচে চেন্নাই সুপার কিংস গুজরাট টাইটান্সকে হারিয়ে দিয়ে ফাইনালে উঠেছে। এরই পাশাপাশি দর্শক সংখ্যাও রেকর্ড সৃষ্টি করেছে।
একসঙ্গে আড়াই কোটি দর্শক খেলা দেখছে। এবারের আইপিএলের ডিজিটাল সম্প্রচারের সত্ব পেয়েছে ভায়াকম ১৮। তাদের ডিজিটাল মাধ্যম হলো জিও সিনেমা যাতে বিনা সাবস্ক্রিপশনে দর্শক খেলা দেখতে পাচ্ছে। একইসঙ্গে ১৩০০ কোটির বেশি দর্শক খেলা দেখছে। পরিসংখ্যান বলছে জিও সিনেমাতে প্রতিটা ম্যাচে অন্তত একজন দর্শক ১ ঘন্টা করে খেলা দেখছেন, যার ফলে স্পন্সার সংখ্যাও বাড়ছে লাফিয়ে লাফিয়ে।
আগামী আইপিএলে এই সংখা আরো বাড়বে বলেই আশা করা যাচ্ছে, কারণ এবারের আইপিএল ২৬ জন স্পন্সর ইতিমধ্যে জিও সিনেমার সঙ্গে যুক্ত হয়েছে। তবে পরিসংখ্যান যা বলছে তাতে ফাইনালে চেন্নাই সুপার কিংসের খেলা দেখতে যে বিপুল সংখ্যক দর্শক ডিজিটাল স্ক্রিনে চোখ রাখবেন তা বলাই বাহুল্য।আপাতত তার অপেক্ষাতেই দিন গুনছে সকলে, আরো একবার আমাদের সেই চেনা মাহিকে পেতে চাই আমরা।