রিলিজের পরেও বিতর্ক পিছু ছাড়েনি, কলকাতায় ছবির প্রচারেও এসেছিলেন সিনেমার কলাকুশলীরা যেমন অভিনেত্রী অদা শর্মাসহ ছবির পরিচালক সুদীপ্ত সেন। কিন্তু রিলিজের ঠিক চারদিন পরেই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে নিষিদ্ধ ঘোষণা করেন এই সিনেমাকে।পরে মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে নিয়ে পক্ষে বিপক্ষে মানুষের সংখ্যাও নেহাত কম ছিল না। তবু এত বাধা-বিপত্তি পেরিয়ে চমকে দেওয়ার মতো ফলাফল করেছে এই সিনেমা।
এই মুহূর্তে সবথেকে বড় খবর হলো বনগাঁর শ্রীমা হলে চলছে দ্য কেরালা স্টোরি। সিনেমাটি আপাতত কতটা ভালো চলছে তা নিয়ে হলের ম্যানেজার স্বপন দাসের সাথে কথা বলেছেন আনন্দবাজার অনলাইন। প্রথমে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকে সম্মান জানালেও পড়ে নিষেধাজ্ঞা উঠে যেতে সিনেমার শো শুরু হয়েছে কিন্তু আশা প্রদক ফল পাচ্ছেন না তাঁরা। আদৌ তারা লাভের মুখ কতটাও দেখতে পাবে তা নিয়েও অনিশ্চয়তার শোনা গিয়েছে ফলের ম্যানেজারের গলায় কারণ তিনি এই সমস্ত দোষই দিয়েছেন ছবির পরিবেশকের ওপর।
ছবির পরিবেশক শতদীপ সাহা বলেন তাঁর কাছে কোন খবরই নেই আদৌ এই সিনেমা কোথায় চলছে। বনগাঁর শ্রীমা হলের ঘটনা সম্পর্কে তিনি ওয়াকিবহলই নন। তবে ছবির প্রযোজক বিপুল অম্রুতলাল সাহা বলেন বাংলায় পুলিশ প্রশাসন ধমকে চমকে রেখেছেন হল মালিকদের, যে কারণে তাদের ইচ্ছে থাকলেও উপায় নেই। আগামী দিনে শুধুমাত্র শ্রীমা নাকি বাংলার অন্যান্য হলে মুক্তি পাবে সিনেমাটি নাকি দর্শকদের অপেক্ষা করতে হবে ওটিটি প্লাটফর্মের জন্য।সবটুকু জানতে গেলে অপেক্ষা করতে হবে আমাদের।