বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
Homeদেশসিপিএমের সাধারণ সম্পাদক ইয়েচুরির অবস্থা সঙ্কটজনক, আইসিইউতেই চলছে চিকিৎসা

সিপিএমের সাধারণ সম্পাদক ইয়েচুরির অবস্থা সঙ্কটজনক, আইসিইউতেই চলছে চিকিৎসা

প্রকাশ্যে উদ্বেগজনক খবর। শোনা যাচ্ছে, সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির অবস্থা এখন সঙ্কটজনক পর্যায়ে রয়েছে। মঙ্গলবার, সিপিএমের কেন্দ্রীয় কমিটির তরফ থেকে বিবৃতি জারি করে সেই বিষয়ে জানানো হয়েছে। ওই প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, ইয়েচুরির শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দেওয়ায় তাঁকে ‘রেসপিরেটরি সাপোর্টে’ রাখা হয়েছে এবং বর্তমানে ইয়েচুরির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন চিকিৎসকদের একটি দল। তিনি বর্তমানে দিল্লির হাসপাতালে চিকিৎসাধীন। আইসিইউতে রাখা হয়েছে তাঁকে।

উল্লেখ্য, গত ৭ই আগস্ট ইয়েচুরির চোখের ছানি অপারেশন হওয়ায়, ৯ই অগস্ট প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের শেষযাত্রাতেও থাকতে পারেননি দলের এই সাধারণ সম্পাদক। এমনকি, চলতি বছরের ২০শে আগস্ট থেকে ইয়েচুরি দিল্লির এমসে চিকিৎসাধীন থাকায়, ২২শে আগস্ট প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণসভাতেও তিনি কলকাতায় হাজির থাকতে পারেননি। গত বৃহস্পতিবার রাতে খবর ছড়ায়, ইয়েচুরিকে ভেন্টিলেশনে রাখা হয়েছে এবং তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক, তবে সেই খবরকে গুজব বলে উড়িয়ে দেওয়া হয়েছিল। দলীয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইয়েচুরির ফুসফুসের এক দিকে ধরা পড়েছিল সংক্রমণ, যা ফুসফুসের বাকিং অংশেও ছড়িয়ে পড়েছে।

কয়েক সপ্তাহ আগে সীতারাম ইয়েচুরির শারীরিক অবস্থা সঙ্কটজনক বলে চারিদিকে জোরালো গুঞ্জন ছড়িয়েছিল। তবে, তখন সিপিএমের তরফ থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়েছিল যে, সংবাদমাধ্যমগুলি বাড়িয়ে বলছে। এমনকি, সেই সময় দলের তরফ থেকে বলা হয়েছিল যে, চিকিৎসায় ইতিবাচক সাড়া দিচ্ছেন ইয়েচুরি এবং তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। অবশ্য এইবার দলের তরফ থেকে ইয়েচুরির শারীরিক অবস্থা সঙ্কটজনক বলে ঘোষণা করা হয়েছে। সূত্র অনুযায়ী জানা গেছে যে, দলীয় নেতারা তাদের ঘরোয়া বৈঠকে বিগত দুই থেকে তিন দিন ধরেই আলোচনা করছেন যে, চিকিৎসকেরা তাঁদের জানিয়েছেন যে, ইয়েচুরির ফুসফুসে সংক্রমণ থাকায়, পরিস্থিতি ভালো এবং খারাপ হচ্ছে। আসলে ইয়েচুরি প্রচুর পরিমাণে ধূমপান করতেন। যার কারণে নিউমোনিয়া থেকে ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়ে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments