মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪
Homeবিদেশনারীনিগ্রহের অভিযোগ অরিন্দম শীলের বিরুদ্ধে,স্বস্তিকা উগরে দিলেন ২০ বছরের ক্ষোভ

নারীনিগ্রহের অভিযোগ অরিন্দম শীলের বিরুদ্ধে,স্বস্তিকা উগরে দিলেন ২০ বছরের ক্ষোভ

পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে উঠে এলো নারীনিগ্রহের অভিযোগ। কিছুদিন আগে এক অভিনেত্রী এই স্বনামধন্য পরিচালকের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ এনে মহিলা কমিশনের দ্বারস্থ হয়েছিলেন, আর তার দুই সপ্তাহ পরেই ‘ডিরেক্টর্স গিল্ড’ এর তরফ থেকে পদক্ষেপ নেওয়া হয় এবং পরিচালক অরিন্দম শীলকে সাসপেন্ড করা হয়। গিল্ডে পরিচালকের সদস্যপদ সংখ্যা ১৯৩। সূত্রের খবর, ইমেল মারফত পরিচালককে এই সংক্রান্ত নোটিস পাঠানো হয়েছে। একাধিক অভিনেত্রী বিগত কয়েক বছরে নানান সময় অরিন্দমের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনেছেন, তবে পরিচালক প্রতিবারই সেইসকল অভিযোগকে মিথ্যা বলেই দাবি করেছেন, কিন্তু এইবার পরিচালকের বিরুদ্ধে প্রাথমিক প্রমাণ থাকায় ‘ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া’ এর তরফ থেকে পরিচালককে অনির্দিষ্ট কালের জন্য সাসপেন্ড করা হয়।

ডিরেক্টর্স গিল্ডের সভাপতি সুব্রত সেন বলেন, ‘‘মহিলা কমিশনের তরফ থেকে অভিযোগ আসার পরেই আমরা বিষয়টি নিয়ে সকলে আলোচনায় বসি। সকলের সম্মতিতে এই পদক্ষেপ করা হয়েছে। সেই অনুযায়ী অনির্দিষ্ট কালের জন্য পরিচালকের বিরুদ্ধে এই বিশেষ নির্দেশ কার্যকর করা হবে। যে দিন তিনি ‘নির্দোষ’ শংসাপত্র পাবেন, সে দিন থেকে আবার আগের মতো কাজ শুরু করতে পারবেন।’’ ইতিমধ্যে, অরিন্দমের সাসপেন্ড এর খবর পেতেই অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় মন্তব্য করলেন ‘দীর্ঘ ২০ বছরের অপেক্ষার অবসান’। তিনি বলেন যে, তিনি ভাবেননি এই জন্মে নিজের চোখে এমন বিচার দেখতে পারবেন। তাঁর প্রার্থনা শোনার জন্য তিনি ঈশ্বরকে ধন্যবাদও জানিয়েছেন।

অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় লিখেছেন, ‘‘পাপের ঘড়া উল্টোয়। ভেবেছিলাম বোধহয় নিজের জীবনে দেখে যেতে পারব না। ভগবান তুমি এই কথাটুকু যে রেখেছ, এই অনেক। ২০ বছর সময় লাগল, সে লাগুক। আমাদের জগতের সমস্ত মেয়েদের বলছি। সময় এসেছে, সম্মান দখল করার। আর ভয় নয়। গলা তুলে, আঙুল তুলে চিৎকার করে নোংরা লোকগুলোর মুখোশ টেনে ছিঁড়তে হবে। সবাই বেরিয়ে এসো। হাত ধরে একসঙ্গে সরব হই। এটা আমাদের ন্যায্য অধিকার।’’ স্বস্তিকা এই প্রসঙ্গে অরিন্দম শীলের লেখা একটি চিঠি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। পরিচালক লিখেছিলেন, ‘‘মহিলা কমিশনের কাছে শিল্পীর আমার সম্পর্কে করা অভিযোগ সম্পর্কে অন্তর থেকে দুঃখিত। আমি আমার ভুল স্বীকার করে আন্তরিক দুঃখ প্রকাশ করছি। তার মানসিক ও পারিবারিক যন্ত্রণার জন্য ক্ষমাপ্রার্থী।’’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments