বিদ্যুতের সঙ্গে সংযুক্ত ছিল চার্জারটি। খেলতে খেলতে হঠাৎ করে সেটি মুখে নিয়ে চিবিয়ে ফেলে ৮ মাসের একটি শিশু কন্যা। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মৃত্যু হয় তার। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে দেন।
দুর্ভাগ্যজনক এই ঘটনাটি ঘটেছে কর্ণাটকের উত্তর কন্যার জেলার সিদ্দারা গ্রামে। বুধবার সকাল ৭ টা নাগাদ শিশুটি বাড়িতে খেলা করছিল এবং সেই সময় হঠাৎ করেই চার্জার মুখে দিয়ে দেয়। শিশুদের মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন সেই সময়। ঘরে এটি টর্চ চার্জ দেওয়া হচ্ছিল এবং সেটি ছিল শিশুর নাগালের মধ্যেই।
খেলতে খেলতে হঠাৎ করে সেটি হাতে তুলে নেয় ছোট্ট কন্যা সন্তানটি। না বুঝে কামড়ে বসিয়ে দেয় তারে। চার্জারটি সেই সময় সুইচ বোর্ডের মধ্যেই গুঁজে রাখা ছিল ফলে বিদ্যুৎ সৃষ্ট হয়ে মারা যায় আট মাসের সেই শিশু কন্যা।
পরিবারের সদস্যরা দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান, অনেক আগেই শিশুটির মৃত্যু হয়ে গেছে।। খবর কি ঘটনাস্থলে যান কারওয়ার গ্রামীণ থানার পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। তদন্তের মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এরই মধ্যে অনেকেই প্রশ্ন তুলেছেন, কেন শিশুটির সামনে হওয়া সুরক্ষিত অবস্থায় বিদ্যুতের তার রাখা ছিল? শিশুটির বাড়ির গাফিলতি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।