মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪
Homeবিনোদনতিন বছর পর ‘হইচই’-তে ওয়েব সিরিজ় অয়নের

তিন বছর পর ‘হইচই’-তে ওয়েব সিরিজ় অয়নের

পুলিশের এক অফিসার হলেন বৃন্দা বসু। শুধু তাই নয় তিনি একজন কন্যা সন্তানের মা। একমাত্র মেয়ে দ্বিতীয় স্কুল পেরিয়ে কলেজের দোরগোড়ায় পৌঁছে গেছে। কিন্তু আচমকা খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। কিভাবে নিখোঁজ মেয়েকে খুঁজে পাবে বৃন্দা? সেটাই আমরা দেখব অয়ন চক্রবর্তী পরিচালিত নতুন ওয়েব সিরিজ নিখোঁজ নামক ওয়েব সিরিজে।

ওয়েব সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করবেন স্বস্তিকা মুখোপাধ্যায় এবং টোটা রায়চৌধুরী। প্রায় তিন বছর পর আবার নতুন একটি ওয়েব সিরিজ নিয়ে ফিরে এসেছেন পরিচালক অয়ন চক্রবর্তী। ২০২০ সালে দা জাজমেন্ট ডে, ষড়রিপু ২ মুক্তি পাওয়ার পর আর কোন ওয়েব সিরিজ বা সিনেমা মুক্তি পায়নি বড়পর্দায়।

এই প্রসঙ্গে সম্প্রতি পরিচালক বলেন, আমি প্রতিটি কাজের মধ্যে একটু বিরতি নিতে পছন্দ করি। আমার চিত্রনাট্য লিখতে অনেকটাই সময় লেগে যায়। আমি ধৈর্য ধরে লিখে গুছিয়ে তবে পরিচালনার কাজ করি।

প্রসঙ্গত, এই মুহূর্তে অয়নের সিরিজের দুই মুখ্য অভিনেতা বলিউডে কাজ করছেন। টোটা এবং স্বস্তিকা প্রসঙ্গে বলেন, প্রথম দিনই স্বস্তিকা আমায় জিজ্ঞাসা করে কবে থেকে শুটিং শুরু হবে? টোটা ছাড়া আমি রোমিত চরিত্র জন্য অন্য কাউকে ভাবতেই পারি না।

উল্লেখ্য, সিরিজটির সঙ্গীত পরিচালনা করেছেন রুপম ইসলাম। সিরিজ দিয়ে আগামী ১১ আগস্ট হইচইতে মুক্তি পাবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments