বলিউড ভাইজান নামে খ্যাত বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা সালমান খান দীর্ঘ ৩৬ বছর ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত। বলিউডকে দিয়েছেন একাধিক সুপারহিট সিনেমা। তিনি তার ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়শই শিরোনামে থাকেন। সালমান, সম্প্রতি কপিল শর্মার অনুষ্ঠানে গিয়ে নিজের প্রেম জীবন নিয়ে মুখ খোলেন। ৩৬ বছরের গোটা অভিনয়ের সফরে একাধিক অভিনেত্রীর সঙ্গে বিভিন্ন সময়ে নাম জড়িয়েছে তার। তবুও আজ ৬০ বছর বয়সে উপনীত হয়েও তিনি এখনো সঙ্গীহীন।
সঙ্গীতা বিজলানি থেকে শুরু করে সোমি আলি, ঐশ্বর্যা রাই, ক্যাটরিনা কইফ-সহ একাধিক অভিনেত্রীদের সঙ্গে সম্পর্কে ছিলেন সালমান খান, তবে তার মতে, বর্তমান যুগে সবাই এর চেয়েও বেশি সংখ্যক সম্পর্কে জড়ায়। সেই দিক থেকে সালমান পিছিয়ে রয়েছেন বলেই তার অভিমত। কপিল শর্মা সেই অনুষ্ঠানে বলেন যে, সালমানের প্রেমিকা ভাগ্য ভাল। এর উত্তরে সালমান বলেন যে, “এটা ভুল কথা। হিসাব করলেই দেখা যাবে ৫৯ বছর বয়সী জীবনে আমার মাত্র তিন-চার জন প্রেমিকা হয়েছে। কোনো সম্পর্ক সাত-আট বছর টিকেছে। কোনোটা আবার ১২ পর্যন্তও টিকেছে। এই যুগের ছেলেমেয়েদের তুলনায় এই সংখ্যা খুবই কম। আজকাল তো ছেলেমেয়েরা একটার পর একটা সম্পর্কে জড়ায় ওদের তুলনায় আমি নেহাতই পুরনোপন্থী।”
উল্লেখ্য, কপিল এদিন অনুষ্ঠানে ভাইজানকে আরো বলেন যে, “আমির ভাই কিছু দিন আগেই প্রেমিকার সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিয়েছেন। তিনি থামছেন না। আর আপনি কিছুই করছেন না।” এই কথা শুনে সালমান বলেন, “আমিরের বিষয়টাই আলাদা। ও তো পারফেকশনিস্ট। তাই যতক্ষণ না বিয়ে বিষয়টাকে ও পারফেক্ট করে তুলতে পারছে, ততক্ষণ চলতে থাকবে।”