উড়িষ্যার জাজপুরে ঘটে যাওয়া মর্মান্তিক বাস দুর্ঘটনা ইতিমধ্যেই মৃত্যু হয়েছে পাঁচজনের। মৃতদের মধ্যে চারজন পূর্ব মেদিনীপুর জেলার বাসিন্দা। দুর্ঘটনাগ্রস্থ বাসটি উড়িষ্যা থেকে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার ডিপোয় যাচ্ছিল।
সোমবার রাতে জাজপুরে পুরি থেকে বাংলামুখী এই যাত্রী বোঝাই বাস দুর্ঘটনার সম্মুখীন হয়। রাত নটা নাগাদ বড় বাটি সেতু থেকে নিচে পড়ে যায় বাসটি। মোট ৫০ জন যাত্রী ছিলেন বাসটিতে। যার মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অন্তত ৩০ জন।
প্রাথমিকভাবে জানা গেছে, বাসের চালক আচমকাই স্টিয়ারিং এর উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন যার ফলে ঘটে যায় এই দুর্ঘটনা। কিন্তু কেন চালক নিয়ন্ত্রণ হারিয়েছিলেন তা এখনো জানা যায়নি। চলো ঘুমিয়ে পড়েছিলেন কিনা সেটাও খতিয়ে দেখা হবে। এই ঘটনায় শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দুর্ঘটনায় মৃত এবং আহতদের অনেকেই বাংলার বাসিন্দা। আটকে পড়া যাত্রীদের ফিরিয়ে আনার জন্য বাস পাঠানো হয়েছে এবং অন্যান্য জিনিসপত্র এবং অ্যাম্বুলেন্সে পাঠানো হচ্ছে। আহতদের ১০ টি অ্যাম্বুলেন্স করে ইতিমধ্যে স্থানীয় ধর্মশালা হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং গুরুতর আহতদের পাঠানো হয়েছে কটকের এসবিবি মেডিকেল কলেজ হাসপাতালে।
মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের জন্য বেড রিজার্ভ করে রাখা হয়েছে, প্রয়োজনে সেখানে ভর্তি করিয়ে যাত্রীদের চিকিৎসা করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের পাশাপাশি ত্রাণ এবং উদ্ধার কাজে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলার সরকারি আধিকারিকরা যোগদান দিয়েছেন।
এই মুহূর্তে উড়িষ্যার দুর্ঘটনা গ্রস্থ এলাকায় উদ্দেশ্যে রওনা দিয়েছেন রাজ্যের দমকল এবং জরুরী পরিষেবা মন্ত্রী সুজিত বসু। ঘটনাস্থল পরিদর্শন করে সমস্ত রিপোর্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাবেন তিনি। প্রয়োজনে জরুরি পদক্ষেপও নেবেন সুজিত বসু।