বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
Homeবিদেশকম্পনে দু’দেশে মৃত ১৩, কম্পনের তীব্র প্রভাব পড়েছে পাকিস্তান এবং আফগানিস্তানে

কম্পনে দু’দেশে মৃত ১৩, কম্পনের তীব্র প্রভাব পড়েছে পাকিস্তান এবং আফগানিস্তানে

মঙ্গলবার ভারতের রাজধানী দিল্লি সহ উত্তর ভারতের একাধিক অঞ্চলে প্রবল কম্পন হয়। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সাইজমোলজিজি জানায়, এই ভূকম্পনের উপকেন্দ্র আফগানিস্তানের হিন্দু কোষ পর্বতমালায় অবস্থিত ফয়জাবাদ থেকে ১৩৩ কিলোমিটার দূরে , যার রিক্টার স্কেলে মাএা দাঁড়ায় ৬.৬ মাত্রায়।

সুতরাং শুধুমাত্র যে ভারতে এই ভূমিকম্পের প্রভাব পড়েছে তা কিন্তু নয় তার সঙ্গে তীব্র প্রভাব পড়েছে আফগানিস্তান পাকিস্তানের বহু এলাকা সহ নটি দেশের উপর। আফগানিস্তান এবং পাকিস্তানের বহু এলাকাতে এই কম্পনের জন্য মৃত্যু হয়েছে প্রায় ১৩ জনের। পাকিস্তানের প্রশাসনিকের তরফ থেকে জানানো হয়েছে যে, এই ভূমিকম্পে ৯ জনের প্রাণ গেছে এর মধ্যে এক কিশোরী রয়েছে যার বয়স ১৩ বছর। বাড়ির দেয়াল ধসে পড়ার কারণে সে প্রাণ হারায়।

অন্যদিকে উত্তর-পশ্চিম পাকিস্তানি আহত সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪৪। খাইবার পাখতুনখোয়া প্রদেশের হাসপাতাল গুলিতে দুর্গতদের সংখ্যা বাড়তে থাকার জন্য বিশেষ জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে সোয়াট প্রদেশে প্রায় ১৫০ জন জখম হয়েছে। আফগানিস্তানে এই ভূমিকম্পের জেরে প্রাণ হারিয়েছে প্রায় ৪ জন ,অন্যদিকে আহত সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৫০।

পাকিস্তান এবং আফগানিস্তান ছাড়াও কাজাখস্তান ,কিরঘিজস্তান, তুর্কমেনিস্তান চীন এবং নেপালেও এই ভূমিকম্পের প্রভাব পড়েছে, তবে এই দোশগুলো থেকে কোন মৃত্যুর খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments