শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
Homeখেলাক্রিকেটপাকিস্তানে মহিলা সঞ্চালককে কোলে তুলে ঘোরালেন ধারাভাষ্যকার

পাকিস্তানে মহিলা সঞ্চালককে কোলে তুলে ঘোরালেন ধারাভাষ্যকার

এরিন হল্যান্ডকে কোলে তুলে মাঠের মধ্যে কয়েক পাক ঘোরাচ্ছেন জনপ্রিয় ধারাভাষ্যকার ড্যানি মরিসন। এই ভিডিও সারা নেট মাধ্যমে বিপুলভাবে ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের সুপার লিগে। যদিও এহেন ঘটনা নতুন নয় এর আগেও ঘটেছে আইপিএলে।

মরিসনকে দেখা গিয়েছিল আইপিএলের চিয়ারলিডারকে কোলে তুলতে এবং আইপিএলের মহিলা সঞ্চালক করিশ্মা কোটাককেও কোলে তুলেছেন। তিনি আবারো সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটলো পাকিস্তান সুপার লিগে কিন্তু ঘটনাটি পুনরাবৃত্তি ঘটলেও তা নিয়ে ট্রল হতে সময় নেয়নি। এদিন ইসলামাবাদ ইউনাইটেডের সঙ্গে কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের ম্যাচ ছিল। সেই ম্যাচ শুরু হওয়ার আগেই যে পরিচিত ছবি আমরা দেখে থাকি সঞ্চালকদের সঙ্গে ধারাভাষ্যকারদের এবং প্রাক্তন ক্রিকেটারদের কিছু আলাপচারিতা যেখানে হাসি ঠাট্টা সমস্ত কিছুই মিলেমিশে একাকার হয়ে যায়, এই ম্যাচের আগেও সেই পরিচিত ছবি আমরা দেখতে পেয়েছি যেখানে মাঠের মধ্যে দাঁড়িয়ে ছিলেন মহিলা সঞ্চালক এরিন হল্যান্ড এবং নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ড্যানি মরিসন।

মহিলা সঞ্চালক এরিন হল্যান্ডের আরও একটি পরিচয় রয়েছে তিনি অস্ট্রেলিয়ান ক্রিকেটার বেন কাটিংয়ের স্ত্রীও বটে। তাদের আলাপচারিতা এবং কথাবার্তার মাঝেই আচমকা, মরিসন এরিনকে কোলে তুলে নেন এবং কয়েক পাক ঘোরাতেও থাকেন। প্রথমে এরিন কিছুটা হতবাক হলেও পরে তার হাসির চিত্রই পরিস্থিতিকে গুরু গম্ভীর হতে দেয়নি। এরিন হল্যান্ড নিজেই সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল করে ক্যাপশনে লেখেন “কাকু! তোমাকে ভালোবাসি” তবে তার প্রত্যুত্তর দিতে ভুলেনি মরিসনও। তিনি তাঁর প্রত্যুত্তরে লেখেন সর্বদা যে কোন কিছুর জন্য তৈরি থাকতে হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments